শুভদেব ঘোষ-এর ব্লগ

নাম: শুভদেব ঘোষ।
উপজেলা: বরিশাল, সদর।
জেলা: বরিশাল।
মোবা: ০১৭১৮৪২৬৮৮৭

চিঠি
আমার নীল খামের চিঠি গুলো আজও তোমার ঠিকানা খুঁজে পাইনি।
আমার নীলপদ্ম গুলো আজও তোমার হাতে তুলে দেওয়া হয়নি।
কতো রুদ্র বৈশাখ কেটে গেলো ঝড়ের
পূর্বাভাস শুনতে শুনতে।
ভাষাহীন এই নির্বাক চোখ আজ ক্লান্ত তোমাকে খুঁজতে খুঁজতে।
স্যাঁতস্যাতে এই জীবন মাঝ রাত্রিরে নিঃশব্দে জেগে থাকে,
দূরবর্তী কোন কূলের ঠিকানায় কুয়াশায়, পড়ুন
জীবন | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২১৭ বার দেখা | ৭৫ শব্দ
বরফ গলে
রাতের কান্না গুলো;
অনিদ্রায় নীরবতার বরফ গলে
মুখের চোয়াল বেয়ে বালিশ ভিজে
মুখ ধোয়ার সাথেই জলে মিশে;
পুকুর ঘাটে কতো জ’না আসে
মলিন পানি চুপই থাকে;
গভীর ক্ষত অন্তরে জ্বলে
ব্যথার নীল বলবো কাকে?
প্রিয়জনকে হয়ত বলা যায়? সময়ে পাল্লা দিয়ে দুঃখ আসে;
দুঃখের অনুপ্রবেশে ঔদাসিন্য
কোনো ভাবে সইতে হয়;
যেহেতু-মনের মতো নয়!
দুঃখের ভাগ পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৪২ বার দেখা | ৯১ শব্দ
কৃষ্ণচূড়া বিকেলের অন্য এক পৃথিবী
বহুদিন পর আমি প্রিয় আকাশ দেখলাম,
ঠিক কতদিন আকাশ দেখিনি মনে নেই,
আকাশ কি একটু বেশি নীল হয়েছে ? একটু বেশি সুন্দর …
হয়তো আকাশ আগের
মতই আছে –
বহুদিন পর আকাশে মেঘ করেছে
সে মেঘে আমার দুচোখ ভিজে গেছে
তবে কি এ দুঃখের প্রকাশ এই অশ্রুজল ;
সবুজ পাতার গাঢ় সবুজাভা মধ্যরাতে পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৪৫ বার দেখা | ১৯৭ শব্দ