আকাশ পাইয়্যা উড়তে ভুলে গেছে অথচ একটা বিদীর্ণ আয়নায়
স্নিগ্ধ চোখে দৃষ্টি পোড়াতে
বাড়ির ছাদ হতে দেখা যায়
মাটি সংলগ্ন ছোট স্বাস্থ্যবান ঘাস
হাওয়ার সঙে রাজার স্বভাব ধরে একফালি মেঘের ভেতরে
শাদা কুয়াশার টুপি পরে
কিংবা কমলা রঙের মিথ-
জড়োহাঁসের সন্ধ্যায় কেবল
এই নগরে-উদাস হয়ে ছুটছে
সকল তাড়াগুলোর বলবৎ ঢেউ!

