আমার পরিচয়
যে দিন থেকে ওর সঙে আমার পরিচয়
তার সকল কিছু পেন্সিলে আঁকলাম
কাঁচা সবুজ বন, হলুদ পাতার শাড়ি
উর্বর মাঠ-ভাত কাপড় ছাউনি ঘর
দাম্পত্যে হাঁটাচলা উঠান থেকে পুকুর ঘাট
এভাবে-বারংবার তাকে চুরি করি
যতবার সে পালায়, পালাতে চায়
একপাল শুভ্র হাঁস, পরিযায়ীর মতো
তার সৌন্দর্য, তার কাজুবাদাম গুণ
উঁচুনিচু দেহ সমতল এ্যাশট্রে