নেবুফুল ঘ্রাণের মতো;
শুঁকে নিচ্ছি ভাঙন গেঁথে- নুন খসা শরীর বিছাইয়ে
নিমফুল আঁকানো রাত
বয়ে নিচ্ছে মন-শিল্প চোখ
দানাগাঁথা তসবি সুতোয়
সিঁথি কাটে ফুসফুস
গভীরে সাঁতরানো ছোট্ট ডুব এই শহরে সকল শিল্প
ঘ্রাণ মাখানো স্মৃতি-প্রেম
নিজের আঁকা ক্যানভাসে
ঘুমভাব ফাটিয়ে দেখি
করহাত উদরে ফুটছে-শব
দাড়ি পাকা শাদা চুল-
জীবন পক্ষ ছায়াসম হেরেম;

