এই সব ঘিরে, এই শব ঘিরে নগরে স্মরণ মুখের
ভালোবাসা চর্চায় গান শেখা উচিত
অস্তগামী বিকেলের প্রমাদ, শরীর আর ছায়া
কাঁপানো গানের মতো; একবার উত্তীর্ণ হতে
কেননা, ফুল আর স্তন নিয়ে লিখবার প্রয়োজনে
শিং মাছের মতো একটা যতিচিহ্ন ফিরে এলে
প্রতিটি জায়গা থেকে হারিয়ে, কুড়িয়ে কেবল
যা পাওয়া যায় সেটা হয়তো উঁইখোটা আর্তনাদ;
আশ্চর্য এক নিয়ম ভেঙে নাচের ঘাগরায়
যে সকাল এসে প্রতিদিনের পাখি উড়িয়ে নেয়
তার কেরামতি লাজুক গেরস্থালি পাথরের মূর্তি
কী জানে, রোজ পুরনো এইদিনে বাজার ছিল
ভীষণ কামাতুরা! একটি ময়ূর পেখম মেলছে
অমন করে, শরীরের ভেতর ট্রয় এনে ঠিক দারুণ
আগুনের স্কেচে ফুলের গন্ধ, লিখুন-স্নান সারছে
১৪ ফেব্রুয়ারি ২৩ | ঢাকা
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
আগুনের স্কেচে ফুলের গন্ধ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
একটা যতিচিহ্ন ফিরে এলে
প্রতিটি জায়গা থেকে হারিয়ে, কুড়িয়ে কেবল
যা পাওয়া যায় সেটা হয়তো উঁইখোটা আর্তনাদ;
loading...