বন হরিণের চিত্রদাগে এজমালি চাঁদ নিয়ে
বনসান্নিধ্যে হেঁটে যাও-নদী, প্রসূত জলে-
এত মাছগন্ধি স্নেহের শরীর তোমার
ঝিনুকের থকথক সুরে চুল ভেজানো নারী
কলাপাতা সবুজ রঙের বিস্ফারিত মাঠ
বুনোফুলের শিশির-সাম্পান ছিঁড়ে নড়ে
আমন বিকেলের মলাটে ষোড়শী কাঁচের বাক্স
আবহপাখির ডানায় জরির মতো এসে
এই লাল বাড়িটার হাওয়ায় বসে বসে
লিখে যাচ্ছে একটা সুগন্ধি লেবুগাছ, পাতা-
আর জ্যোৎস্নামুখি শহরে উড়ে যাচ্ছে
বটফলের ডানা ঝাপটানো পৃথিবীর হাট
মাছের সংসারে স্নান করে কাকাতুয়া নদী-
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
বিভ্রম চিত্রদাগ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
জ্যোৎস্নামুখি শহরে উড়ে যাচ্ছে
বটফলের ডানা ঝাপটানো পৃথিবীর হাট
মাছের সংসারে স্নান করে কাকাতুয়া নদী-
loading...