মাটির কাছে থাকি আমি, অতি কাছে।
নুনে ভেজা শরীর ছুঁয়ে দাগ কাটে
অনন্ত বেলাভূমি, ছায়ার সঙ্গে সরুপথ-
এই যে বিস্তর ঘাস, প্রণয়ে শস্য বিপ্লব
আমাকে নিয়ে যাচ্ছে কিছু শুভ্র বালক
ধূলিলগ্ন আর সদৃশ্য চোখ গলে পড়ছে
অদূর সমুদ্রে, জাহাজভর্তি রাত্রি-সুন্দর
যেখানে লেগে আছে তোমাদের নিকট
সান্ধ্যগান-পরিচিত হচ্ছি তরুণ সুরে-
রাতভর হাওয়ার বনে জ্যোৎস্না প্লাবন
আজো ভয়াল কুয়াশার মিছিল ঠেলে
মৃত নদী পেঁচিয়ে মাইল মাইল জাগছে
ক’টা সুশীল উল্লাস-দুধেল কবিতার মাঠ
নগরের উৎসবে চূড়ান্ত হলদেটে প্রহর
কোথায় নেবে, মাটি তো আমার সব!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
মাটির কাছে থাকি আমি,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মৃত নদী পেঁচিয়ে মাইল মাইল জাগছে
ক’টা সুশীল উল্লাস-দুধেল কবিতার মাঠ
নগরের উৎসবে চূড়ান্ত হলদেটে প্রহর;
কোথায় নেবে, মাটি তো আমার সব!
loading...