যারা ভালবাসে তারা থাকে না
একে একে যাত্রীবাহী বাস আসে
একে একে হাত নেড়ে উঠে যায়
নির্মোহী আত্মজনেরা
যারা স্নেহ দেয়, তারা থাকে না কিছুতেই।
নির্দিষ্ট সময় এলেই
রঙ্গমঞ্চ ঘুরে যায়
রোদ বৃষ্টি মেঘ ছায়া অতিক্রম করে
বাজ পড়ে বোধন সময়ে
প্রবেশ ও প্রস্থান কান্না শোনে না।
কত রঙ, কত হাসি, কত আদানপ্রদান
হিসাবের খাতায় ক্লোজিং ব্যালান্স
মস্ত গোল এক শূন্য এঁকে যায়
প্রিয় মুখ প্রস্থান করলে
মঞ্চ গুটিয়ে অন্যত্র গামী হয় যাযাবর দল।
.
(কবি প্রণব বসুরায় স্মরণে)
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
অস্থায়ী রঙ্গমঞ্চ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বিনম্র শ্রদ্ধা কবি প্রণব বসুরায়। ভালো থাকুন সর্বত্র।
loading...