আর নয় নাগাসাকি আর নয় হিরোসিমা

শোনো-
ঘরের কোণে নির্জীব
চতুঃস্পার্শে তৈরী করা
আপাত ভঙ্গুর শান্তি ভাঙতে না চাওয়া
মানুষের দল-
শোনো এক গল্প বলি-
রক্তাক্ত সে কলঙ্ক শুনে যদি ক্ষুব্ধ হও
দুঃখ আসে,ক্রোধে ফেটে পড়তে চায় মন
জানিও তা পরে।

সে দিনটা ছিল টাকা রং সূর্যের
স্নেহাশীষে ধোয়া,
অগনিত ফুটফুটে শিশু
সোনালী গমের ক্ষেতে
বিকিরণ করে সুখ খেলায় খেলায়-
তরুণী গৃহিনী জল সন্ধানে-
চাষীরা এসেছে মাঠে-
মজুর গিয়েছে কলে-
শিক্ষিকা একাগ্র অধ্যাপনায়-
কে জানতো এত সুখ
প্রকৃতির ভালবাসা এ সৌন্দর্য
কেড়ে নিতে মানুষই পাঠাবে দূত
জীবন্ত শয়তান…!!

হঠাৎ বিস্ফোরণে
চারিদিক কালো হয়ে আসে,
মাটির গভীরে ফাটল,
ধোঁয়ার কুণ্ডলী, আগুনের লেলিহান শিখা,
আকাশ এসেছে নেমে
সমতলের মাংস ছিঁড়ে নিতে।

সময় চলে তার আপন গতিতে
ধোঁয়ামেঘ সরে.আগুনের ধিকিধিকি,
অনেকেই বেঁচে নেই।

দগ্ধ গলিত সেই শবস্তুপ মাঝে
কোনো মানবসন্তান হেঁটে আসে
জীবন্ত কংকাল হয়ে-
হাড় আছে, মাংস নেই-
তলপেটে ঝুলন্ত থলথলে নাড়ী-
নাক নেই, ঠোঁট নেই-
চোখে তার পাতা নেই-
গায়ে পোড়া চামড়া কোথাও বা ঝুলছে-
দু কদম হেঁটে এসে
বিস্মিত ঘৃণা ছুঁড়ে
মাটিতে লুটিয়ে পড়ে
আর ওঠে না।

এই হলো নাগাসাকি
এই হলো হিরোসিমা
এই হলো পরমাণু
যুদ্ধের বিভীষিকা।
শোনো বিশ্বের আপামর মানুষ-
তোমরা কি চাও, এভাবে ধ্বংস হোক
গর্বের সভ্যতা?

পাঁচশো কোটি প্রাণ ধ্বংসে মেতে উঠুক
পাঁচশত খামখেয়ালী শয়তান?
বন্ধু,আজকের এ রণাঙ্গনে
সজোরে একযোগে হাঁক দাও-
আমরা চাই না যুদ্ধ
বন্ধ হোক রণদামামা
বন্ধ হোক মারণবোমা
আকাশযুদ্ধ-মিসাইল দৌড়!
আমরা অন্ন চাই, বস্ত্র চাই
মাথার ওপরে চাই একখণ্ড আচ্ছাদন,
আমরা বাঁচতে চাই,
বন্ধ হোক এ তাণ্ডবের বীভৎস লীলা…!

সে তূর্যনিনাদে কেঁপে উঠবে
ঔপনিবেশিক ভিত,
সাম্রাজ্যবাদী প্রভুরা চুরমার হবে
শব্দের অমোঘ আঘাতে,
যুদ্ধলিপ্সার শিকড়
উপড়ে বিলীন হবে
মহাকাশের অন্ধকারাচ্ছন্ন গর্ভে।

তারপর!-
সোনালী গমের ক্ষেতে
আবার খেলবে শিশু,
তরুণীর ঠোঁটে হাসি
ফিরে এসে হবে বিদ্যুচ্চমক,
এ সুন্দর গোলকে ভাসবে
অপার শান্তির নীলিমতা,
মানুষ উঠবে বেঁচে
প্রকৃত মানুষ হয়ে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
আর নয় নাগাসাকি আর নয় হিরোসিমা, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৬-০৮-২০২২ | ১৯:৫০ |

    কে জানতো এত সুখ
    প্রকৃতির ভালবাসা এ সৌন্দর্য
    কেড়ে নিতে মানুষই পাঠাবে দূত
    জীবন্ত শয়তান…!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...