ডুমিসানি গোবা র কবিতা

waat

লোকটার হাতে হাতকড়া।
লোকটার মুখ মাটির সাথে ঘষটাচ্ছে।
লোকটার ঘাড়ের ওপর একটা নৃশংস হাঁটু।
ওরা কিছু করেনি।

লোকটা পুলিশ অফিসারটাকে বলছিল ‘স্যার প্লিজ.. স্যার প্লিজ..’
ওরা কিছু করেনি।

লোকটা নিজের প্রাণ ভিক্ষা চাইছিল।
লোকটা বারবার একটু জল খেতে চাইছিল।
লোকটা ক্ষমা চাইছিল।
ওরা কিছু করেনি।

লোকটার নাক দিয়ে রক্ত বেরোচ্ছিলো।
লোকটার শরীর কেঁপে কেঁপে উঠছিলো।
লোকটা হিসি করে ফেলেছিল।
ওরা কিছু করেনি।
লোকটা চিৎকার করে কাঁদছিলো ‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা, প্লিজ..’
ওরা কিছু করেনি।

আরও ১২ বার…

‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’
‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’
‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’
‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’
‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’
‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’
‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’
‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’
‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’
‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’
‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’
‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা..’

ওরা কিছু করেনি।

শেষবারের মতো লোকটা ফিসফিসিয়ে উঠলো ‘আমি নিঃশ্বাস নিতে পারছিনা স্যার, প্লিজ..’
ওরা কিছু করেনি।

লোকটা অজ্ঞান হয়ে গেল।
ওরা কিছু করেনি।

এক প্রত্যক্ষদর্শী দমকল কর্মী ১০০ বার বললেন লোকটার নাড়ি টিপে দেখতে।
ওরা কিছু করেনি।

একজন কাজ থেকে ফেরা স্বাস্থ্য কর্মী বার বার অফিসারদের আবেদন করলেন ‘প্লিজ ছেড়ে দিন, আর গলা চেপে রাখবেন না, ওর নিশ্বাস পড়ছে না!’
ওরা কিছু করেনি।

অক্সিজেনের অভাবে,
শরীরের সব যন্ত্র বিকল হয়ে গেল লোকটার,
ধীরে ধীরে মস্তিষ্কও।
চোখ উল্টে গেলো।
ওরা কিছু করেনি।

ওরা জর্জ ফ্লয়েডকে মরতে দেখলো।
জর্জের জীবন আস্তে আস্তে উবে যেতে দেখলো।
একটা ধীর শীতল মৃত্যু, ওদের হাঁটুর চাপে।
ওরা কিছু করেনি।

একটা নৃশংস হত্যা।
না, ওরা কিছু করেনি।
পাক্কা আট মিনিট।
চারজন পুলিশ অফিসার দেখলো।

জর্জ ‘মা.. মা..’ বলতে বলতে কাঁদলো।
একটা বয়স্কলোক..
তার জন্মদাত্রী মাকে মনে করতে করতে কাঁদলো।
কারণ সে মৃত্যুভয়ে সন্ত্রস্ত তখন,
তবুও ওরা কিছু করেনি।

একটা কৃষাঙ্গ লোক।
একটা নরম দৈত্য।
খুন হলো কারণ তার গায়ের রং কালো।
তবুও, তবুও ওরা কিছু করেনি।

পৃথিবীর উন্নততম দেশ আমেরিকায়।
চারজন পুলিশ অফিসারের রেসিজমের শিকার হলো একটা কালো লোক। জর্জ ফ্লয়েড।

ওদের যোগ্য শাস্তি পাওয়া উচিত।

শান্তিতে ঘুমিও জর্জ।

এই অন্যায় এর বিরুদ্ধে গর্জে উঠুক সারা পৃথিবী। তোমার কবরে ন্যায়ের গোলাপ ফুটুক।

(Dumisani Goba)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
ডুমিসানি গোবা র কবিতা, 5.0 out of 5 based on 2 ratings
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০৬-২০২২ | ১১:০৭ |

    একটা কৃষাঙ্গ লোক। একটা নরম দৈত্য।
    খুন হলো কারণ তার গায়ের রং কালো।
    তবুও, তবুও ওরা কিছু করেনি। Frown

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৪-০৬-২০২২ | ৭:৩২ |

    অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়। Smile

    শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  3. দ্বীপ সরকার : ০৬-০৬-২০২২ | ৮:০১ |

    সুন্দর অনুবাদ

    GD Star Rating
    loading...