যুদ্ধ ১

274572

আমরা চাই বা না চাই, যুদ্ধ শুরু হয়ে গেল। কারণ তৃতীয় বিশ্বের দেশগুলো শুধুমাত্র বাজার ছাড়া আর কোনো মান্যতা রাখে না প্রথম বিশ্বের দেশগুলোর কাছে। আর চোখ বুজে থেকে কেউ রাশিয়ার পক্ষে, কেউ ইউক্রেনের পক্ষে গলা ফাটিয়ে এটা ভাবতেই পারেন যে এই যুদ্ধ মাত্র দুটো দেশের আভ্যন্তরীণ সম্মানের প্রশ্ন থেকে শুরু ও শেষ। কিন্তু আসল ব্যাপার অত্যন্ত জটিল। আর শুধু এই যুদ্ধই নয় আজ পর্যন্ত সংঘটিত যে কোনো যুদ্ধের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল অর্থনৈতিক লোভ।

একবার পিছনের দিকে তাকানো যাক। গোলাপের যুদ্ধ বা ক্রুশেডের যুদ্ধের মত বহু বছর ধরে চলা প্রাচীন যুদ্ধের আসল উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক দখলের সীমানা বাড়ানো, যার মাধ্যমে নিজের নিজের দেশের অর্থনীতি শক্ত ভিতের ওপরে দাঁড় করানোর চেষ্টা। তখন উপনিবেশ থেকে যে সম্পদ লুঠ হতো তা নিজের পক্ষে আনার জন্যই ওইসব যুদ্ধের অবতারণা। আর সেই যুদ্ধ শুরু, চলা ও শেষের পেছনে ছিল রাজশক্তি। কিন্তু এই অবস্থা বদলে গেল বিংশ শতকের থেকে।

(চলবে)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
যুদ্ধ ১, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০২-২০২২ | ১৮:৫৭ |

    তৃতীয় বিশ্বের দেশগুলো শুধুমাত্র বাজার ছাড়া আর কোনো মান্যতা রাখে না প্রথম বিশ্বের দেশগুলোর কাছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    GD Star Rating
    loading...