সাধু সাবধান

সত্যি কথা বলতে কি
আমরা যখন ছোট ছিলাম-
মনের মধ্যে ভুল ছিল,
কিন্তু তখন খুশ ছিল
অভিমানে অনুরাগে
কাটিয়ে দিতাম দিনগুলো,
পরস্পরের প্রতি কেমন
অখণ্ড এক টান ছিল।

মোদ্দা কথা আমরা যখন
মাঝের দলে পা দিলাম,
সবজান্তা নেতা হয়ে
পায়ের ওপর পা তুলে
ভক্কি দেওয়ার শিক্ষা পেলাম,
চালবাজি আর পরস্পরকে
প্রবঞ্চনার প্রেজেন্টেশান…
আদর্শের বুলি কপচেই
কেরিয়ারের দৌড় দিলাম,
দাদা কাকা ধরে নিয়ে
সমস্ত দিক সামাল দিয়ে
কুয়োয় বাঁধা মন লুকিয়ে
গায়ে বড়র রঙ চড়ালাম।

ভালবাসার ঝুড়ি থেকে
আশেপাশের দানগুলো
কখন যে সব ফাঁক হল
পারিওনি তা জানতে,
ফোঁপরা বালির বাঁধে বসে
গোঁফজোড়াতে তা দিয়ে
চালবাজি টা লুকিয়ে ফেলে
কেউ জানেনা-কেউ বোঝেনি
এই চালাকি মাথায় নিয়ে
মানুষ থেকে জন্তু হলাম।

দুদিন পরে ভস করে
অবিশ্বাসের বাঁধ ভেঙে
তলিয়ে যাব ফস করে,
যাদের ঠকাই- যারা ঠকে
ঠকে শিখে পরম স্নেহে
শুদ্ধ করতে যারা বকে,
ভালবাসার হাত সরালে
বহুকষ্টে গড়ে তোলা
ইমেজ হবে ষাটখানা
ঝুলকালিতে জড়িয়ে গিয়ে
সবার চক্ষুশূল হোলে
কোথায় যাব কূল পাবনা।

বেলা থাকতে আলো থাকতে
আমরা কি তা বুঝবো না?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
সাধু সাবধান, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৬-১২-২০২১ | ১১:১০ |

    বেলা থাকতে আলো থাকতে
    আমরা কি তা বুঝবো না?
    ___ কথা সেখানেই প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...