সে এক দিন। ভ্রাতৃপ্রতিম বন্ধু পরিচালক – অভিনেতা উজ্জ্বল হকের আমন্ত্রণে সিউড়িতে আননের নাটক দেখতে গেছিলাম। সেদিন অডিটোরিয়ামে বসে নাটক শুরুর আগে লিখেছিলাম নীচের কবিতা। থিয়েটার শেষ হলে সেখানে অনেকের সঙ্গে আলাপ হয়েছিল, যার মধ্যে নাট্যকার অতনু বর্মণ এখনো বন্ধু বৃত্তে আছেন। আর থিয়েটার শেষে উজ্জ্বলের বাড়িতে যে আন্তরিক আতিথেয়তা পেয়েছিলাম ওর পুরো পরিবারের কাছে সেটা আজও ভুলিনি। সেখানে রাত্রিবাস করে ফিরেছিলাম পরদিন সকালে। Ujjwal ও অতনু দুজনেই আরও উজ্জ্বল হয়েছেন তাঁদের থিয়েটার নিয়ে। এই আনন্দটুকুই থেকে যায় স্মৃতির সঞ্চয়ে।
নিঃশব্দ অডিটোরিয়ামে
মহুয়ার ঝিম ধরা আলো
সহস্র চেয়ারের বলিরেখায়
মশাদের গুনগুন সমাপতন
ড্রপসিন ফাঁক করে
উঁকি দেয়
আলুথালু মঞ্চ
খাঁজ কাটা স্টেপ বেয়ে –
‘মা এদিকে এস…’
রসের কলসি আসে
দ্রিমিদ্রিমি পায়ে
ইতিউতি প্রস্তুতি
আজ নাটক।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
আজ নাটক,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এই আনন্দটুকুই থেকে যায় স্মৃতির সঞ্চয়ে। শুভ কামনা প্রিয় কবি সৌমিত্র।
loading...
আনন্দ দীর্ঘ হোক….
অনেক অনেক শুভকামনা
loading...
মনোরম , অপার মুগ্ধতা রহিলো ।
loading...