চাই তো, ভালো থাকি, শান্তিতে থাকি, স্বচ্ছল থাকি। শুধু আমি একা নই, চারপাশে কিম্বা আমার বৃত্তের বাইরে সবাই ভালো থাকুন। কারন, হাপুস হুপুস করে পঞ্চব্যাঞ্জন দিয়ে ভাত খাওয়ার সময়ে চোখ তুলে যদি দেখি অনেকগুলো অভুক্ত, অপুষ্ট মুখ প্রচন্ড সর্বগ্রাসী ক্ষিদে নিয়ে জুলজুল করে আমার খাওয়া দেখছে, তাহলে আর একটা গ্রাসও যে গলা দিয়ে নীচে নামবে না বস্!
তাই নিজের স্বার্থেই চাই সবাই ভালো থাকুন। প্রত্যেক বছরই এই একই চাওয়া আমার, তোমার, আমাদের সবার। সবাই চাই, মা গো, সন্তান যেন থাকে দুধেভাতে। চাই তো ভালো থাকতে! কিন্তু বছরের চাকা ঘুরতেই চাওয়া আর পাওয়ার মধ্যে মেরু বিস্তৃত ফারাক। ভালো গুলো কখন যে কালোর ফাঁদে পড়ে হারিয়ে যায় তার চোখের শেষ বিন্দু জল সমেত, জানতেও পারি না।
তবুও আশায় আশ্রয় নিই। কেবল চাষাই নয়, আমরা সবাই যে আশাতেই বাঁচি। সেই আশায় বুক বেঁধে জীবনের আরো একটা বছর পার করে দিয়ে অন্তিম চরণের দিকে হেঁটে যেতে যেতে চাই, ভালো থেকো গো বন্ধুরা এবং যারা বন্ধু নও, পরিচিত আর অপরিচিত, জানা কিম্বা অজানা মানুষেরা, সবাই … সবাই …
একরাশ শুভেচ্ছা আর গ্যালাক্সি জোড়া ভালোবাসা তোমাদের সবার জন্য। মহামারী অতিক্রম করে ভালো থেকো। আনন্দে থেকো। শুভ নববর্ষ প্রিয় মানুষ!
loading...
loading...
একরাশ শুভেচ্ছা আর গ্যালাক্সি জোড়া ভালোবাসা থাক আমাদের সবার জন্য।
loading...
অসাধারণ কাব্যিক বুনুন
ভীষণ ভালোলাগা।
loading...