এ দলে ও দলে স্ব-দলে বি-দলে শাসন বদলে খেউর যে চলে
গৌড় জনতা এবে দলে দলে লিখাতেছে নাম খুড়োর ও কলে।
আহা মোড়ে মোড়ে উহু ঘরে ঘরে সব দোরে দোরে বাজিতেছে গান
কে বা লুটে নিল কে বা খেয়ে নিল কে বা ভরে নিল ঝুলিভরা ত্রাণ।
চ্যানেলে চ্যানেলে মুকুট মণিরা চিৎকৃত কহে ও দলে খুনি রা
সত্য মিথ্যা জ্বলিছে ধুনি রা মোচের লড়ায়ে মেতেছে গুনী রা।
আমিই ভালো আমিই যে ভালো জেনে রাখ্ ব্যাটা ভালো আমি আমি
আমিই সে নামী আমি অতি দামী জীবনের ব্রত পরহিত কামী।
নিজ নিজ ঢাক নিজ নিজ বাক বাজায়ে উড়িছে রঙদার কাক
ম্যাঙ্গোপিপল করে হাঁকপাক আসিছে বাজিছে ভোট ঘোঁট ডাক।
কান ঝালাপালা প্রাণে লাগে তালা বাইক বাহিনী ছাড়ে বোম্ গোলা
ফানুস উড়ায়ে মিথ্যা ছড়ায়ে খোলা জিপে মালা; ওরে পালা পালা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এটাই হচ্ছে আমাদের যাপিত জীবনের আবহমান বাস্তবতা। মৌসুমের হাল হকিকত। এর মধ্যেই ভালো থাকতে হবে আমাদের। শুভ সকাল প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
loading...
চমকপ্রদ কথার সমারোহ ।
loading...