একদিন যেভাবেই হোক ফুরোয় আবিষ্ট সকাল, একদিন
দুপুরেরও ত্বকে পড়ে টান অমোঘ নিত্যতায়,
শুধু ওই এককোনে এককুচি পর্ণমোচী আশা
জেগে থাকে আবারও মিঠাস ভোরের একফোঁটা
শান্ত ভদ্রবাস শিশিরমায়ায় নিরলস।
এভাবেই একদিন পর্দা পড়ে চব্বিশ ইনটু সাত রঙ্গমঞ্চে,
একে একে জনশূন্য অডিটোরিয়ামে নিভে আসে আলো,
পাখারা হাঁপিয়ে উঠে বন্ধ করে বৃত্তাকার পাক,
শুধু এক শীর্ণ মাতাল অঙ্গরক্ষক জেগে থাকে
এক সুরে মশাদের কোরাস গুঞ্জনে ;
তার প্রিয়তায় কোনো খাদ নেই জেনেও, কোনো
এক মধ্যরাতের অনঙ্গমোহিনী ছায়া হারায়, হারায়
ষাট বাই চল্লিশের কাঠের রূপকথা মেঝেয়।
দুনিয়া কাঁপানো দশ দিনের শিরদাঁড়া টানটান
নায়কও সময়ের কারচুপিতে ফিসফিস বলে গুডবাই।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অনেকদিন পর একদম টাটকা একটি কবিতা পড়লাম কবি সৌমিত্র চক্রবর্তী। গুড লাক।
loading...
বেশ ভাবনাময় কবি দা
loading...
নান্দনিক প্রকাশ।
loading...
এক কথায় অসাধারণ এক কবিতা। তাও আমার প্রিয় কবি সৌমিত্র দাদার সুলিখিত লিখনির।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
loading...