সুচেতনা তোমাকে ১

দেখতে দেখতেই রোদ্দুরের বয়স বেড়ে যায়
মেঘরাও ক্রমশই বাচাল থেকে বিজ্ঞ হয়ে ওঠে
আর আমি জানলার একপ্রান্তে বসে একমনে
তোমার দিনপঞ্জী দেখার চেষ্টা করি সুচেতনা!

সকালের চায়ের কাপে নৈমিত্তিক খুন ধর্ষণ কিম্বা
রাজনৈতিক রাহাজানির ছায়া পড়ে রক্তে সুগারের মাত্রা বাড়ায়,
গত শীতে যারা মারা গিয়েছিল কোনো আগাম খবর ছাড়াই
আজ এই চরম উষ্ণতার দিনে তাদের পারলৌকিক।

পায়রার পায়ের পাতায় বাঁধা ছিল গতকাল
পেলব দুর্বল হাত মুচড়ে দেওয়ার কুকীর্তি
তোমার বিছানায় ছিটকে পড়ার দুঃসময়
পরজীবি উদ্ভিদের ধর্ষণের হুমকি, ইত্যাদি এবং ইত্যাদি।

সারা সারাদিন, সারাটা দিন রোদ্দুর হেসে খিলখিল
অথচ সন্ধ্যে হলেই নেমে আসে মদ্যপানের দুর্গন্ধ
রাত্রি নামলেই এক্সপ্রেসওয়ে থেকে গলির অন্ধকারে
লোহিত কণিকা মাখা বীভৎস শ্বাপদ দাঁতের আনাগোনা।

জানলার একান্ত কোণে বসে আমার সামনে তৈরী হয়
ছাদ ফুঁড়ে নেমে আসা ত্রিমাত্রিক কল্পছবির অভেদ্য ঝালর
প্রত্যেক ফালিতে ওঁত পেতে বসে থাকে মরণঘাতি বৃশ্চিক
আর তুমি হারিয়ে যেতে থাকো ভারী ঝালরের ভুলভুলাইয়ায়।

VN:F [1.9.22_1171]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.22_1171]
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১১ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৪-১২-২০১৯ | ১০:২৯ |

    রাত্রি নামলেই এক্সপ্রেসওয়ে থেকে গলির অন্ধকারে
    লোহিত কণিকা মাখা বীভৎস শ্বাপদ দাঁতের আনাগোনা।

    আর তুমি হারিয়ে যেতে থাকো ভারী ঝালরের ভুলভুলাইয়ায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  2. সাজিয়া আফরিন : ০৪-১২-২০১৯ | ২০:৪৩ |

    প্রত্যেক ফালিতে ওঁত পেতে বসে থাকে মরণঘাতি বৃশ্চিক
    আর তুমি হারিয়ে যেতে থাকো ভারী ঝালরের ভুলভুলাইয়ায়।

    কবিতার প্রচ্ছদটি অসম্ভব মানিয়েছে সৌমিত্র দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৪-১২-২০১৯ | ২১:১৮ |

    রাত্রি নামলেই এক্সপ্রেসওয়ে থেকে গলির অন্ধকারে
    লোহিত কণিকা মাখা বীভৎস শ্বাপদ দাঁতের আনাগোনা।

     

    * শ্রদ্ধা ও ভালোবাসা প্রিয় কবিদা…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  4. সুমন আহমেদ : ০৪-১২-২০১৯ | ২১:৩৪ |

    খুবি ভালো একটি লিখা কবি সৌমিত্র দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  5. শাকিলা তুবা : ০৪-১২-২০১৯ | ২২:৩৩ |

    অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী। 

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  6. উদাসী স্বপ্ন : ৩০-১২-২০১৯ | ২২:৫৩ |

    কবিতার প্রতিটা লাইনে অনুভূতি গুলো দুমড়ে মুচড়ে ঝরছে। কতটা আবেগী হয়ে লিখেছেন কবিতাটা? প্রশ্নটা শুধু করার জন্যই করিনি…জানতে চাই

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)