ভালো থাকা না থাকা ৯
অগ্রহায়ণের পাতলা হিম জড়িয়ে ধরছে টুপটুপ। ফুরফুরে পপকর্নের মতো শিশির নেমে আসছে মেঘের গর্ভগৃহ থেকে ভিসা পাসপোর্ট ছাড়াই। নরম অন্ধকার পেতে দিচ্ছে নক্সীকাঁথার নক্সাদার আসন। রুক্ষ রাঢ়ের মাটি অভিমানে ক্রমশঃ কালো, ক্রমশঃ শক্ত হয়ে আসছে।
আসছে শীতের প্রস্তুতিতে ঝরে যাওয়া সূক্ষ্ম লোমগুলো আঁতিপাঁতি খুঁজেই চলেছে একটানা অধ্যবসায়ে। পাথুরে লাল জীবজন্তুর চলমান ফসিলের দল বিষন্ন নুইয়ে যাওয়া ঘাড় টলমল করতে করতে নিজের একঘেয়ে কালো গর্তে ফিরে আসছে। আকুল সিদ্ধেশ্বরী বাঁশি এখানে বাজেনা। নিশিও এখানে রাতে বেরোতে ভয় পায়। শ্বাপদের শ্বাস হিমেল হাওয়াকে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রির দিকে ঠেলে নিয়ে যায়।
রাত্রির গোল ঢাকনা মিশে যায় নিশ্চুপ সূতপুত্রের স্বপ্নযাত্রায়। সি শার্পে কন্ঠ ভাসিয়ে দিয়ে দেশছাড়া ব্যাকুল ভোজপুরী খুঁজে চলে ফেলে আসা উগ্র রঙের সকাল। ‘কোই তো লৌটা দে…লৌটা দে রে মুঝে…বিতি হুই বচপনা সুবহ্…!
loading...
loading...
নিশিও এখানে রাতে বেরোতে ভয় পায়। শ্বাপদের শ্বাস হিমেল হাওয়াকে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রির দিকে ঠেলে নিয়ে যায়। অসাধারণ বিস্তার সৌমিত্র চক্রবর্তী।
loading...
ধন্যবাদ প্রিয় ভাই।
loading...
সত্যি অসাধারণ এই ধারাবাহিক দাদা।
loading...
ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
loading...
চমৎকার আপনার এই লিখা গুলোন। অভিনন্দন সৌমিত্র দা।
loading...
ধন্যবাদ কবি সুমন ভাই।
loading...
নরম অন্ধকার পেতে দিচ্ছে নক্সীকাঁথার নক্সাদার আসন।
loading...
ভালোবাসা কবি এবং অণুগল্পকার সাঈদ আহমেদ ভাই।
loading...
সুন্দর প্রকাশ।
loading...
ধন্যবাদ কবিবোন শাকিলা তুবা।
loading...
নরম অন্ধকার পেতে দিচ্ছে নক্সীকাঁথার নক্সাদার আসন। রুক্ষ রাঢ়ের মাটি অভিমানে ক্রমশঃ কালো, ক্রমশঃ শক্ত হয়ে আসছে।
* হৃদয় ছুঁয়ে বাণীচিত্রণ। শুভ কামনা নিরন্তর….
loading...
ভালোবাসা কবি হুসাইন ভাই।
loading...