মাঝেমধ্যে টিকটিকি টা বেরোয় শতছেঁড়া বিচিত্র জলের নক্সাকাটা দেওয়ালে টাঙানো সেই ননীচুরির ( এত জিনিস থাকতে কৃষ্ণ যে কেন ননী চুরি করে খেত কে জানে! ননী বেশি খেলে পেটখারাপ হয় জানি। ) ছবির ক্যালেন্ডারের পেছন থেকে। ওপর নীচে আড়াইবার ঘাড়কে চক্কর কাটিয়ে আওয়াজ করে টিকটিক। মোটেও কোনো আহ্লাদ হয়না। কেননা সবকিছু গুবলেট হয়ে আসল সময়ে ঠিকঠিক হয়না।
শীত পড়ছে কি? ভোর রাতে কুয়াশার প্রলেপ? দিব্যি মোটা চাদরেই চলে যাচ্ছে এখনো। বাইকে হাওয়া ঠকানো প্লাস্টিক জামা। পুকুরের পাড় দিয়ে যাবার সময়ে দশটায় অন্যসময় বেশ চোখজুড়ানো স্নানের ছবি নজরে পড়ে। কিন্তু শীত পড়লেই সেখানেও সময় পাল্টায়। আয়াত টা যেমনতেমন, যাত্রাও জলুস হারায়।
ভিনজেলার খেজুরগুড়ের কারিগর সবে আসতে শুরু করেছে। আরো জমিয়ে ঠান্ডা না পড়লে নলেনের সেই রঙ রূপ গন্ধ কিছুই খুলবে না। এখন তো প্রথম কাটের রস নামবে, বৈচিত্রহীন।
সাপেদেরও ভরপেট খেয়েদেয়ে টয়লেট পটি করে মাস তিনেকের তোফা কুম্ভকর্ণ ঘুমে যাবার সময় হয়ে গেল। অন্তত তিনমাস চাষীবাসী মানুষ ভরপেট বাংলু খেয়ে রাতের অন্ধকারে নিশ্চিন্তে মাঠের আলে লটপটে পা ফেলে বাড়ীর ছলাকলা বিবর্জিত বউএর খপ্পরে ফিরতে পারবে। অন্তত মনসার চামচারা ফোঁস করে ছুবলে আত্মারাম পগাড়পার করে দেবেনা গ্যারান্টেড।
তাহলে তাই থাক, যে যার ইচ্ছেমত ঠান্ডায় পিকনিকে মাতুক, আমরাও জয় বাবা অঘ্যানসুন্দরের জয় হেঁকে আপিস কাটি সন্ধের দোহাই দিয়ে।
loading...
loading...
যাপিত জীবনে ভালো থাকা না থাকা। সবকিছু গুবলেট হয়ে আসল সময়ে ঠিকঠিক হয়না।
loading...
ভালোবাসা প্রিয় ভাই।
loading...
খুবি সুন্দর আপনার বর্ণনা। অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী দা।
loading...
ভালোবাসা কবি বোন সাজিয়া আফরিন।
loading...
শীত পড়ছে কি? ভোর রাতে কুয়াশার প্রলেপ? দিব্যি মোটা চাদরেই চলে যাচ্ছে এখনো।
loading...
দিব্যি মোটা চাদরেই চলে যাচ্ছে এখনো।
loading...
মোটেও কোনো আহ্লাদ হয়না। সবকিছু গুবলেট হয়ে আসল সময়ে ঠিকঠিক হয়না।
loading...
ভালোবাসা প্রিয় সাঈদ ভাই।
loading...
তাহলে তাই থাক, যে যার ইচ্ছেমত ঠান্ডায় পিকনিকে মাতুক, আমরাও জয় বাবা অঘ্যানসুন্দরের জয় হেঁকে আপিস কাটি সন্ধের দোহাই দিয়ে।
loading...
শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা।
loading...
* অসাধারণ বাণীচিত্রণ….
loading...
ভালোবাসা কবি হুসাইন ভাই।
loading...
বাণী….!
loading...
ভালোবাসা নৃ ভাই।
loading...
অসাধারণ বর্ণনাভঙ্গী


loading...
ভালোবাসা কবি ইসিয়াক ভাই।
loading...