নীলপাখিকে উড়ো চিঠি ১১

নীলপাখিকে উড়ো চিঠি ১১

সেই সাতসকালে ঘুমের শীতল জলের ঢেউ
সরিয়ে জানলা দিয়ে হরেক কিসিমের বোল শুনতেই
মনে হল কয়েকদিন তোকে কোনো চিঠি লিখিনি
নীলপাখি, ইচ্ছে করেই।
এ ক’দিন মনের টেলিফোনে
তোর মধ্যেই মগ্ন ছিলাম।

সেই ভোরেই জানলা দিয়ে আমার ঘরে ঢুকে পড়ে
ধূ ধূ নীলদিগন্ত, সেখানে সাদা কালো
টুকরো রঙা মেঘের ওড়াউড়ি তোর হৃদয়ের কাছে,
সেই সময়েই আমার মর্ণিং মেসেজ যায়
তোর হৃদয়ের একটু ছোঁয়া পাওয়ার লোভে;
তুই বুঝিস পাখি?
আমি তো সারাদিন বিভ্রান্ত…
ওই সবুজ ঘাসগুলো, অনেক ভালো
মনের স্তরে বিচরণ করে,
না চাইতেই তোর দেখা পায়।
আমি সারাদিন সারারাত…
-পাখি, আমি এটা লিখেছি তুই পড়েছিস?
তুই তখন পড়িস-
-পাখি, এই ছবি তুললাম-দেখিস নি?
তুই তখন দেখিস-
-পাখি, ঢাকের বাদ্যি-আমার হৃদয়ের শব্দ শুনেছিস?
আমাকে নিশ্ছিদ্র নীরবতায় ডুবিয়ে
তুই উধাও। দিন ডুবে যায় ঘন অন্ধকারে।
আমার কোনো অবতরণ নেই-
আমার কোনো উত্তরণ নেই-
বুকের সাত হাত গভীরে দমবন্ধ যন্ত্রনা।
এ কোন কুয়াশায় ডুবলাম পাখি?
এর নাম-‘ভালবাসা’?

______________________________________
(আমার ‘নীলপাখিকে উড়ো চিঠি’ কাব্যগ্রন্থের একটি কবিতা)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০৬-২০১৯ | ১২:৩৩ |

    ‘নীলপাখিকে উড়ো চিঠি’ কাব্যগ্রন্থের কবিতার জন্য শুভকামনা প্রিয় সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ০৯-০৬-২০১৯ | ১২:৫৪ |

    কাব্যগ্রন্থের একটি কবিতাটি পড়ে সুখি হলাম কবি সৌমিত্র। আরও চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. সাজিয়া আফরিন : ০৯-০৬-২০১৯ | ১৩:০৯ |

    মুগ্ধ হলাম কবি সৌমিত্র ভাই। Smile

    GD Star Rating
    loading...
  4. শাকিলা তুবা : ০৯-০৬-২০১৯ | ১৩:১৫ |

    পছন্দ করার মতো কবিতা উপহার।

    GD Star Rating
    loading...