বন্ধ ঘরে ঈষৎ হাওয়ায়
ছায়াবয়ব দোলাচল
আমার রাত্রি বড় ভালো লাগে।
ঢেউ খেলানো টেরাকোটা
সুদৃশ্য শব্দ-মিছিল…
আমার, শুধু আমার জন্য
ভালোবেসে ভেসে আসে
কোলের কাছে তুড়ুক নাচে
কানের লতি কামড়ে ধরে
ফিসফিসিয়ে বলে ফেলে
চলো কোথাও পালাই !
ঘুমের পাখি চিমটি কাটে
চোখের পাতায়,
রাত্রি তখন পালক নেড়ে
সুড়সুড়ি দেয়
হৃদয়ের শব্দরা সব ধমক দিয়ে
জাগিয়ে রাখে,
মিষ্টি হেসে রাত্রি তখন
আমার গালে গাল ঠেকায়।
কুকুর বকে কোথায় কাকে
কতদূরে কোন গাড়ী যায়
কিচ্ছু তাতে যায় আসে না,
রাত্রি শরীর বিছিয়ে ধরে
আমি তখন মগ্ন তাতেই
রাত্রি অামায় আদর করে—
আমার রাত্রিকালো ভালো লাগে…
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পুরো কবিতা জুড়ে শুধু অনুভব আর কবিতা। কোট করার সুযোগ কম। শুভেচ্ছা সৌমিত্র।
loading...
তোমাকেও শুভেচ্ছা প্রিয় ভাই।
loading...
বাহ্ ভালো লাগলো……….
loading...
ধন্যবাদ বোন ফারজানা শারমিন মৌসুমী।
loading...
বাহ্ দারুণ! ভালো লাগলো শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। শুভেচ্ছা জানবেন।
loading...
শুভেচ্ছা আপনাকেও প্রিয় কবি নিতাই বাবু।
loading...
চমৎকার কবি সৌমিত্র চক্রবর্তী।
loading...
ধন্যবাদ বোন সাজিয়া আফরিন।
loading...
অভিনন্দন সৌমিত্র দা।
loading...
শুভেচ্ছা কবি সুমন ভাই।
loading...
আমার ,শুধু আমার জন্য
ভোলোবেসে ভেসে আসে
কোলের কাছে তুড়ুক নাচে
কানের লতি কামড়ে ধরে
চলো কোথাও পালাই
ফিসফিসিয়ে বলে ফেলে!
আবার পালাতে চাইছেন সৌমিত্র দাদা ?
এই সেদিন না পালালেন ……. হা হাহা যান সীমানা ছাড়িয়ে যত দূরে যাওয়া যায়। সেই ভাল। কবিতায় চমৎকার প্রকাশ। শুভেচ্ছা নিন।
loading...
পলিয়েেই বেঁচে আছি বোন হাসনাহেনা রানু।
loading...
রাত্রি তাহার আঁধার বুকে সযতনে জড়িয়ে রাখুক
সুখ পাখীটা সুখের ছায়ায় কাছেই থাকুক……
loading...
ধন্যবাদ কবি শরীফ ভাই।
loading...