চল পালাই
একঘন্টা বকবকম করার পরে আজও
আসল কথাটাই বলা হলো না,
ফোন তুললেই তুই এমন
পাহাড়ি ঝোরা হয়ে যাস!
আর আমি ভাসতে ভাসতে
সাঁঝবিহানের কল্পমানুষ।
চার চারটে বছর মেশিন হয়েই
কাটিয়ে দিলাম এপাড়া ওপাড়া,
আসছে পরীক্ষার রক্তচাপ বাড়ছে যতই
ততই ইচ্ছে করছে এই সব
চারদিকে ছড়ানো ছেটানো
বই খাতা পেন পেন্সিলের আজন্ম
সংস্কার লাথি মেরেই তোর দরজায়
টুক টুক ফিস ফিস এই এই এই…
কিন্তু তুইই যে বিভীষণ হয়ে বলেছিস…
আর কত্তদিন এই খেদমতের কড়ায়
রগড়াতে রগড়াতে পুরো মেশিনই হয়ে যাব!
অথচ তুইই যে আমার আশ্রয়,
কেন বুঝিস না আমারও
ইচ্ছে করে নীল খোলা আকাশসীমায়
হুইইই আওয়াজ ছুটিয়ে দৌড়াই
আর তুই বসে থাক বাউন্ডুলে
ইচ্ছেঘুড়ি টা খপ করে ধরবি বলে!
আর কয়েকটা মাত্র দিন,
তারপরেই তো পরীক্ষার সাদা কালো পাতা
এবারেও তোর কথা শুনেই
দিয়েই ফেলছি চাকরের দলে
নাম লেখানোর প্রথম অক্ষরবলয়ের
আপাতকঠিন ইন্টারভিউ …
কিন্তু তারপর?
এবার পালাবি তো ঠিক
আমার, হ্যাঁ শুধুই আমারই
সঙ্গে যে কোনো নির্জন
কৃষ্ণচূড়া ঘেরা
লালসাদা রেলের প্ল্যাটফর্ম পেরিয়ে
সেই ছবির নীল সবুজ গ্রামে
যেখানে আজও একটা নদী
একটা ঝাঁকড়া চুল গাছ
আর একটা ময়না
একমনে আমাদেরই ডেকে যায়!
loading...
loading...
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
loading...
ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় ভাই। ভালোবাসা জেনো।
loading...
হু, সবকিছু গুছিয়ে পালানো ভালো।
loading...
স্বাগতম কবি সাইয়িদ ভাই।
loading...
চল পালাই এই নামে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।আর কবি সৌমিত্র চক্রবর্তীর কবিতা চল পালাই অলরেডি প্রকাশিত হয়েছে ।দূর্দান্ত কবিতা। সৌমিত্র দাদা পালিয়ে গিয়ে বিয়ে একারা সেরে ফেলেন না। দাওয়াত আশাকরি।
( ফান করলাম) শুভ কামনা ।
loading...
হাহাহা। দারুণ বলেছেন বোন হাসনাহেনা রানু। আনন্দিত হয়েছি।
loading...
সুন্দর কবিতা কবি সৌমিত্র চক্রবর্তী।
loading...
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
loading...
শব্দনীড়ে আজ ৩ কবির অসাধারণ চারটি কবিতা (এটা সহ) পড়লাম। কী যে মুগ্ধ হয়েছি।
আগের দুইজনের কবিতায় শব্দ ভান্ডার খালি করে এসেছি। দারুণ সাবলীল ভাষায় অসাধারণ চিত্রকল্পের কবিতা এটা। বুননে মুগ্ধতা রাখছি।
অসাধারণ ৫ প্যারার এই কবিতার শেষ প্যারাটা এখানে উল্লেখ করার লোভ সামলাতে পারলাম না।
"কিন্তু তারপর?
এবার পালাবি তো ঠিক
আমার, হ্যাঁ শুধুই আমারই
সঙ্গে যে কোনো নির্জন
কৃষ্ণচূড়া ঘেরা
লালসাদা রেলের প্ল্যাটফর্ম পেরিয়ে
সেই ছবির নীল সবুজ গ্রামে
যেখানে আজও একটা নদী
একটা ঝাঁকড়া চুল গাছ
আর একটা ময়না
একমনে আমাদেরই ডেকে যায়!"
দাদা, আপনার কবিতার এই প্যারাটা আপনিও একবার পড়ুন! নিজেই মুগ্ধ হবেন!
loading...
হাহাহা প্রিয় ডেজারট ভাই। আপনি আসলেই ভালো একজন মানুষ শুধু নন;
বোদ্ধা পাঠকও বটে। আমি পড়েছি।
loading...
শ্রদ্ধেয় দাদা, পালাতে চেয়েছিলাম। কিন্তু আপনার কবিতা পড়ে আর ইচ্ছে হচ্ছে না। পালালে আর আপনার কবিতা পড়তে পারবো না। তাই থেকেই গেলাম এই শব্দনীড়ে, আমনার কবিতার মাঝে।
loading...
হাহাহাহা। সেটাই তো ভালো কবি নিতাই বাবু।
loading...
বাহ্ চমৎকার কথামালা………..
ভালো লাগলো…….
loading...
ধন্যবাদ বোন ফারজানা শারমিন মৌসুমী।
loading...