হারানো রোদ্দুর
তোর চিলেছাদে এখনো রোদ্দুর আসে, ত্যারচা?
জানিস গতমাসে আমার তৃতীয় অ্যাবরশন করালো তৃষিত, জোর করেই।
কত্তোদিন টপ জিনস পরিনি জানিস? অথচ এই আমিই একদিন হামেহাল শাড়িতে বেসামাল।
নার্সিংহোম টা ওর বান্ধবীর, কি জানি হয়তো খরচ কম হলো।
খরচের হিসেব করে সবাই, জমার খোঁজে উদাসীন।
ফেরার সময়ে শরীর চলছিল না, মাথা অসহ্য ভারী। যন্ত্রণায় চারপাশের টুকরো টাকরাও কালচে হলুদ।
তোদের জানলায় সেই গরাদগুলো আছে এখনও? ওরা কথা বলে আজও তোর সাথে একলা দুপুরে!
মা বাবা স্বঘোষিত স্বজনের দল, কেউই বোঝেনি, তৃষিত কে আমি চাইনি। চাইনি ইউএস যেতে। তৃষিত যে ভঙ্গুর ছায়া।
সত্যি বলছি রে, অন্ততঃ তুই বিশ্বাস কর, বাচ্চাটা আমি চেয়েছিলাম আমার একলাহুতুম অন্ধকার তাড়াতে।
তুই ভালো থাকিস, কিছুতেই নষ্ট হতে দিসনে যেন আমার হাত ফস্কে হারিয়ে ফেলা কিশোরীবেলার মুচকি রোদ্দুর।
যা কিছুই চাই, কেন যে নেই হয়ে যায় এ কালবেলায়!
loading...
loading...
অসাধারণ একটি কবিতা উপহার। মুগ্ধ হলাম প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল।
loading...
ধন্যবাদ প্রিয় ভাই। ভালোবাসা জেনো।
loading...
ভাল লাগল কবি দা
loading...
ধন্যবাদ কবি লিটন ভাই।
loading...
ভালই!
loading...
ধন্যবাদ এবং স্বাগতম বাসু দেব।
loading...
একটা মনমাতানো কবিতা পড়লাম। শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদাকে সহস্র ধন্যবাদ ।
loading...
ধন্যবাদ নিতাই বাবু।
loading...
প্রশংসনীয় গঠনবিন্যাস এবং শাব্দিক প্রয়োগ। অত্যন্ত চমৎকার নির্মাণ!
loading...
ধন্যবাদ কবি বাবু ভাই।
loading...
বেশ লাগলো দাদা কথোপকথন। কেমন মায়াময়। সত্যি দারুণ। অফুরন্ত শুভেচ্ছা।
loading...
ধন্যবাদ কবি অর্ক ভাই।
loading...