হারানো রোদ্দুর

হারানো রোদ্দুর

তোর চিলেছাদে এখনো রোদ্দুর আসে, ত্যারচা?

জানিস গতমাসে আমার তৃতীয় অ্যাবরশন করালো তৃষিত, জোর করেই।

কত্তোদিন টপ জিনস পরিনি জানিস? অথচ এই আমিই একদিন হামেহাল শাড়িতে বেসামাল।

নার্সিংহোম টা ওর বান্ধবীর, কি জানি হয়তো খরচ কম হলো।

খরচের হিসেব করে সবাই, জমার খোঁজে উদাসীন।

ফেরার সময়ে শরীর চলছিল না, মাথা অসহ্য ভারী। যন্ত্রণায় চারপাশের টুকরো টাকরাও কালচে হলুদ।

তোদের জানলায় সেই গরাদগুলো আছে এখনও? ওরা কথা বলে আজও তোর সাথে একলা দুপুরে!

মা বাবা স্বঘোষিত স্বজনের দল, কেউই বোঝেনি, তৃষিত কে আমি চাইনি। চাইনি ইউএস যেতে। তৃষিত যে ভঙ্গুর ছায়া।

সত্যি বলছি রে, অন্ততঃ তুই বিশ্বাস কর, বাচ্চাটা আমি চেয়েছিলাম আমার একলাহুতুম অন্ধকার তাড়াতে।

তুই ভালো থাকিস, কিছুতেই নষ্ট হতে দিসনে যেন আমার হাত ফস্কে হারিয়ে ফেলা কিশোরীবেলার মুচকি রোদ্দুর।

যা কিছুই চাই, কেন যে নেই হয়ে যায় এ কালবেলায়!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৬-০১-২০১৯ | ৮:০৪ |

    অসাধারণ একটি কবিতা উপহার। মুগ্ধ হলাম প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ১৬-০১-২০১৯ | ১০:০৫ |

    ভাল লাগল কবি দা

    GD Star Rating
    loading...
  3. basudev : ১৬-০১-২০১৯ | ১২:৩২ |

    ভালই!

    GD Star Rating
    loading...
  4. নিতাই বাবু : ১৬-০১-২০১৯ | ২০:৩৯ |

    একটা মনমাতানো কবিতা পড়লাম। শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদাকে সহস্র ধন্যবাদ ।

    GD Star Rating
    loading...
  5. নূর ইমাম শেখ বাবু : ১৭-০১-২০১৯ | ১৭:২২ |

    প্রশংসনীয় গঠনবিন্যাস এবং শাব্দিক প্রয়োগ। অত্যন্ত চমৎকার নির্মাণ!

    GD Star Rating
    loading...
  6. অর্ক : ২২-০১-২০১৯ | ১৮:২২ |

    বেশ লাগলো দাদা কথোপকথন। কেমন মায়াময়। সত্যি দারুণ। অফুরন্ত শুভেচ্ছা।      

    GD Star Rating
    loading...