তবু যেতে হয়
কেউ কাউকে ছেড়ে যাবনা বলে,
কিন্তু তবুও যেতে হয়।
পৃথিবীর যেখানে যত যুগল
যেখানে যত পরিজন
সবাই কোনো না কোনো সময় বলে-
ছেড়ে যাবনা কিছুতেই…!
তবুও সেই ছায়াপ্রান্তর হাতছানি দেয়,
কেবলি ডাকে আয় আয়-
চলে আয়-
নীরব এ প্রান্তমধ্যে কেঁদে যা একাকী…!
নিশ্চিত বিচ্ছেদ জেনেও
সমস্ত প্রেমের গান ভাসে
ভেসে যায় ভুলের স্বর্ণক্ষেত্র চিরে
ভেসে যায় হাওয়ায় হাওয়ায়,
সুগন্ধী চাঁদের আলো
কোনো এক চুপকথার গল্প বলে,
সেই সব না দেখা বিচ্ছেদ কল্পনা সেইসময়
দেহ ধারণ করে ঝুপসি অন্ধকারে।
আমার ‘তিতলিঝোরা’ কাব্যগ্রন্থের একটা কবিতা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তিতলিঝোরা’ কাব্যগ্রন্থের সাথে আমার পরিচয় ঘটেছে।
এই কবিতার পাশাপাশি অন্যান্য কবি গুলোও অসাধারণ মানের মনে হয়েছে।
loading...
কৃতজ্ঞতা প্রিয় ভাই। ভালো থেকো। ভালোবাসা নিও।
loading...
সৌমিত্র দা,
যতই বলুন –
"কেউ কাউকে ছেড়ে যাবনা বলে,
কিন্তু তবুও যেতে হয়।"
এই কবিতাটা সহজে ছেড়ে যাওয়া হবে না । ভুলে যেতে সময় লাগবে ।খুব সুন্দর আপনার এই কবিতাটা।অনেক ভালোলাগা কবিতায় ।
loading...
লেখক হিসেবে মুগ্ধ হলাম আপনার মন্তব্যে কবি খন্দকার ভাই।
loading...
সুগন্ধী চাঁদের আলো
লাগলো খুব ভালো
loading...
অনেক ধন্যবাদ মরুভূমি ভাই।
loading...
খুব সুন্দর। ভালোলাগা রেখে গেলাম।
loading...
ভালোবাসা গ্রহণ করলাম কামরুল ভাই।
ধন্যবাদ।
loading...
নিশ্চিত বিচ্ছেদ জেনেও


সমস্ত প্রেমের গান ভাসে
ভেসে যায় ভুলের স্বর্ণক্ষেত্র চিরে
ভেসে যায় হাওয়ায় হাওয়ায়,
সুগন্ধী চাঁদের আলো
দারুন লিখেছেন,
সুগন্ধী চাঁদের আলোয় ভেসে যাওয়া সাদা মেঘ গুলো বিচ্ছেদ
চোখের আলোয় দেখে যাই ভেসে যাওয়া মেঘে সেই কষ্টের পাহাড়
loading...
সুন্দর মন্তব্যে খুশি হলাম কবি খেয়ালী ভাই।
loading...