একনায়কের ঝুন্ড

একনায়কের ঝুন্ড

জেগে থাকা আর ঘুমোনোর গল্প শুনলেই
আমার হিটলারের সূক্ষ্ম বুদ্ধির কথা মনে পড়ে যায়,
কি অনায়াসেই না কমেডিয়ান মার্কা ভদ্রলোক
কয়েকটা দেশের সব জেগে থাকা মানুষদের
ঝেড়ে পুছে সাফ করে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন!

অবশ্য হিটলার এটা শিখেছিলেন
মহামহোপাধ্যায় বীর নেপোলিয়নের কাছে,
নেপোলিয়ন আবার ক্রেয়নের কাছে
আর এভাবেই দেশ কালের কাঁটাতার আর
নোম্যানসল্যান্ডের উঁচানো
তরোয়াল কিম্বা কালাসনিকভের ভয়াল
সবুজ চোখ টপকে
চলতি সব পার্লামেন্টেরিয়ান
আইন কে কাচকলা দেখিয়ে উত্তরাধিকার
সূত্রে ঢুকে পড়ে রাজকীয় আগুনখেকো দর্শন।

মাঝেমধ্যে দু একটা পাগল বিড়বিড় করে
কথকিঞ্চিৎ বিড়ম্বনায়
সুইমিংপুলের মউ মউ মৌতাতে
মজে থাকা জল ঘুলিয়ে ফেললে
নিরো জেগে ওঠে ঝুরঝুরে পুরনো কবরের
তলা থেকে হাতের গুপ্তি থুক্কু বীণা নিয়ে
হতভাগা পাগলগুলোর আইডেন্টিফিকেশন প্যারেড হয় –
নাম্বার ওয়ান, ব্রুনো,
টু লোরকা,
থ্রি মোলায়েজ
ডট ডট ডট…

একচোখোমি মাতাল হয়ে গেলে
বড্ড অসহ্য লাগে, আরেবাবা
শুধু অ্যানিমিয়া কেসের মত রক্তকণা কাউন্ট
করে গেলি! এমন ঝক্কাস ক্ল্যাসিক দর্শনের
কদর করতেই শিখলি না!

শঙ্খ শ্রীজাতের বাপের ভাগ্য এখনো
সকাল হলেই চা, খবরের কাগজ
আর ধারালো পেন পেয়ে যাচ্ছেন;
ঘুম পাড়ানোর লিস্ট কখন যে জেগে ওঠে,
কে জানে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৫ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-১১-২০১৮ | ১২:০৩ |

    লঅম্বা সেই ইতিহাসের শিক্ষা থেকে শুরু করে নবজাত শব্দ গুরুদেবদের বর্তমান দীক্ষা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • সৌমিত্র চক্রবর্তী : ২২-১১-২০১৮ | ১৭:৪৫ |

      তোমার মুগ্ধতা আমার অনুপ্রেরণা প্রিয় ভাই। ভালো থেকো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  2. দীপঙ্কর বেরা : ২২-১১-২০১৮ | ১২:৪৯ |

    দারুণ

    GD Star Rating
    loading...
  3. মিড ডে ডেজারট : ২২-১১-২০১৮ | ১৬:১৩ |

    এই কবিতাটা নিয়ে একটা রিভিউ লিখতে ইচ্ছে করছে। তবে "বারো হাত বাঙগির তেরো হাত বিচি " হবার সম্ভাবনা আছে। মানে, আপনার কবিতার চেয়ে আমার রিভিউ এর আকার  বড় হয়ে যেতে পারে। এতো উন্নত একটা লেখা এই কবিতাটা। তাই রিভিউ থা্লি!আজ বরংআমার ভালো লাগার কথা সংক্ষেপে বলি!

    প্রথমত এর আধুনিক অবয়ব। তখন ইন্টারনেট ছিলনা। বড় কবিদের কাছ থেকে আমার প্রথম শিক্ষা ছিল, "কবিতা আধুনিক হতে হবে। পদ্য বা মুক্ত যেই ছন্দেই লিখিনা কেন তা যেন আমরা যেভাবে কথা বলি সেইভাবেই বাক্য গঠন হয়"। আপনার এই কবিতাটা সেই বড় কবিদের কথার একটা আদর্শ উদাহরণ হতে পারে।

    দ্বিতীয়ত এর শব্দচয়ন এবং গাঁথুনি। আমার কাছে একেবারে নিখুঁত এবং খুব শৈল্পিক হলে সেটাকে আমি চড়ুই পাখির গাঁথুনি বলি। এই কবিতাটাও তাই।

    তৃতীয়ত এর প্রবাহ; ছন্দও বলতে পারি। খুব ভালো লাগলে আমি সেটাকে ঝর্ণা কবিতা বলি। এটাও তাই!

    চতুর্থত এই কবিতার শুরুর চমক এবং থমকে দেয়ার মতো সমাপ্তি যার স্বাদ পড়া শেষ করার পরও মনে লেগে রইবে। 

    এবং সবশেষে অসাধারণ বিষয় নিয়ে এর চিত্রকল্প। 

    কবিতা এমনি হওয়া উচিত!  

    GD Star Rating
    loading...
    • মিড ডে ডেজারট : ২২-১১-২০১৮ | ১৬:১৭ |

      কারেকশনঃ "তাই রিভিউ থা্লি!" এটাকে "তাই রিভিউ থা্ক" পড়ুন প্লিজ

      GD Star Rating
      loading...
    • সৌমিত্র চক্রবর্তী : ২২-১১-২০১৮ | ১৭:৫০ |

      লাখো ধন্যবাদ আর শুভেচ্ছা আপনার অসাধারণ মন্তব্যের জন্য। কী ভাষায় আপনার প্রশংসা করবো জানিনা। ছোট শব্দই আপনার জন্য উৎসর্গ থাক ডেজারট ভাই… কৃতজ্ঞতা। তবে হ্যাঁ 'বারো হাত বাঙগির তেরো হাত বিচি'র লিখন বা ক্রিয়াকথন শুরু করে দিতে পারেন। পাঠক সমৃদ্ধ হবে। আমিও তো আপনার মুগ্ধ পাঠক। হাহাহা। Smile

      GD Star Rating
      loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২২-১১-২০১৮ | ২১:০৮ |

    কি অনায়াসেই না কমেডিয়ান মার্কা ভদ্রলোক
    কয়েকটা দেশের সব জেগে থাকা মানুষদের
    ঝেড়ে পুছে সাফ করে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন!

     

    * আপনার কবিতার ভাব ভাষা আমাকে সবসময় মুগ্ধ করে>>>>>>>> https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    ভালো থাকুন প্রিয় কবি দাদা। 

    GD Star Rating
    loading...
  5. কালাম হাবিব : ২৩-১১-২০১৮ | ৬:৪৩ |

    অমাইক গুনে জন্ম লাভ করা গদ্য কবিতা!

    আপনার শুভকামনা করি প্রিয়কবি!

    GD Star Rating
    loading...
  6. জাহিদ অনিক : ২৪-১১-২০১৮ | ১৯:০৮ |

     

    আপনার কবিতা অন্যরকম। 

    শেষ স্তবকটি চমৎকার লেগেছে। 
    মিড ডে ডেজারট এর মন্তব্যটিও বেশ চমৎকার হয়েছে। 

     

    শুভেচ্ছা কবি সোমিত্র দা 

    GD Star Rating
    loading...
  7. অর্ক : ২৬-১১-২০১৮ | ৩:০৭ |

    চমৎকার লেখা! আপনার কবিতা বরাবরই রক্তে আন্দোলন সৃষ্টি করে, এছাড়াও কতো তথ্যপূর্ণ প্রতিটি লেখা। এটাও এক অনন্য সৃষ্টি! সালাম আপনার এই পাণ্ডিত্যকে। এটা নিশ্চয়ই দৈব বা ঐশী নয়, এর জন্য প্রচুর চর্চা, সাধনা করেছেন। যার সামনে নতজানু হলাম ।   

     

    ভরপুর শুভেচ্ছা। এরকম আরও লিখুন।

    GD Star Rating
    loading...