শুয়ে আছি মুক্তো নিয়ে
গোছানো স্যুটকেস সামনে বসে আছি।
দেওয়াল ঘড়ির একটানা
টিক টিক আওয়াজ
আর
তোমার ফেলে যাওয়া
লিপস্টিকগ্লস – ময়শ্চারাইজার – পাউডার কেস
সিঁদুর ফেসওয়াশ মায়
ন্যাপকিনের খালি প্যাকেট
ক্রমশই কেবলই বড় হয়ে
সমস্ত ঘরটাকে বিষাদের গাঢ় প্রলেপে
ঢেকে দিচ্ছে।
তোমার স্বেদসিক্ত বিছানায় শুয়ে
সাদা সিলিংয়ের দিকে তাকিয়ে
ভাবনার ঝিনুক থেকে একটানা
স্মৃতির
মুক্তোগুলো খুলে চলেছি আমি ;
আমাদের সেই রাগ দুঃখ অভিমান
আমাদের সেই
ভালোবাসা – ভালোবাসা – ভালোবাসা
আর ভালোবাসার মুক্তোগুলো।
তুমি চলে যাওয়ার দিন থেকেই
টিকটিকিগুলোও কোথায় উধাও
মাকড়সারা জাল বুনে নেমে আসে না
জ্বলে না গতজন্মের নীল
স্বপ্নিল
নাইট ল্যাম্প,
চন্দন ধূপ কিম্বা রুম ফ্রেশনারের
সুগন্ধও নিরুদ্দেশ
খোলা হয় না
দক্ষিণ পশ্চিমের জানলাটাও।
সারা বিছানায় শুধু
তোমার
অনাবৃত শরীরের গন্ধ।
আমাদের একলা ঘরে এখন
উড়ে বেড়ায় – ভেসে বেড়ায়
দেওয়াল ঘড়ির একঘেয়ে আর্তনাদ
আর
ঝিনুক খোলা
মুক্তোগুলো।
loading...
loading...
তোমার ফেলে যাওয়া
লিপস্টিকগ্লস – ময়শ্চারাইজার – পাউডার কেস
সিঁদুর ফেসওয়াশ মায়
ন্যাপকিনের খালি প্যাকেট
ক্রমশই কেবলই বড় হয়ে
সমস্ত ঘরটাকে বিষাদের গাঢ় প্রলেপে
ঢেকে দিচ্ছে।——–চমৎকার প্রকাশ করেছেন কবি দা
loading...
ধন্যবাদ কবি আলমগীর সরকার লিটন ভাই।
loading...
জীবন বড়ই আনন্দের। এমন স্বপ্ন কথা পড়লে বাঁচতে বড়ো ইচ্ছে হয় প্রিয় কবি সৌমিত্র।
loading...
আন্তরিক কৃতজ্ঞতা প্রিয় ভাই।
loading...
ভালো লাগলো লাইনগুলো । ধন্যবাদ প্রিয়
loading...
ধন্যবাদ কবি সাঈদ চৌধুরী।
loading...
তুমি চলে যাওয়ার দিন থেকেই
টিকটিকিগুলোও কোথায় উধাও
মাকড়সারা জাল বুনে নেমে আসে না
জ্বলে না গতজন্মের নীল
স্বপ্নিল
নাইট ল্যাম্প,
* মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি দাদা…
*
loading...
কবিতাটার আধুনিক অবয়ব, দারুণ চিত্রকল্প এবং বিনির্মাণ আমাকে মুগ্ধ করেছে!
loading...