নিজকিয়া

নিজকিয়া

একটা নয়, দুটো নয়, একমাত্র নিজের মন, তার কাছেও হাঁটুগেড়ে বসি না। বাসি, ইচ্ছে বাসি, যখন তখন ১৮০° ঘুরে ফিরে। আমার সকাল জানেনা আমার বিকেল কোথায় হবে, কেনই বা হবে! আদৌ সেদিন বিকেল হবে কি না, বানভাসিরা জানেনা।

ভাবতে বসলে, কি ছাড় আমি! অনুর অনু, পরমানুর পরমানু! আধ্যাত্মের নিকুচি করেছে, গ্যালাক্সির ওই বড় বড় চক্রের মাঝে এই চক্রবর্তী একটা আনুবীক্ষণিক পরমানুকৃতির পুঁচকে। অথচ অহঙ্কার দেখ, টগবগ করছে জ্যান্তব কড়ায় ফটফটে দুধের মতো। নিজেকেই পাড়ি, ছিঁড়ে ফর্দাফাই করে মাখি, গুলি, ছাঁকি। তারপর, জঙ্গল প্রান্তের ব্যর্থ জনের মাঠকুটিরে উবু হয়ে বসে রেঁধে ফেলে হাপুস হুপুস করে খেয়ে ফেলি, সেই নিজেকেই।

জীবন রে! নিজের ঢাকের কাঠি নিজে বাজাতে নেই। তাল কাটলে তেতালায় জীবন ভেংচি কেটে বগল বাজিয়ে নাচ জুড়বে ধিনকা ধিনা ফিনিক তিনা…!

মাঝেমধ্যে নিজের মুখ অচেনা লাগে। নিজেকে বিশাল ভণ্ড আর ছ্যাচোর মনে হয়। মনে হয় ভীষণ ভীষণ অযোগ্য হওয়া সত্ত্বেও অন্যের ভাগ চুরি করে কত কিছু সম্পত্তি বাড়িয়েছি! যা পেয়েছি, তার সব হয়তো সত্যিই আমার প্রাপ্য ছিল না। রাহাজানির ওস্তাগড় সৌমিত্তির একখান মুখোশ পড়ে ক্রমাগত ঠকিয়েই চলেছে।

মাঠ থাকে, বড় বড় লম্বা এক্সপ্রেসওয়ে ছুটতে ছুটতে পেছনে চলে যায়, রাস্তার ধারের গ্রাম্য পুকুর থেকে সদ্য স্নান করে উঠে আসে উন্মুক্ত বুক গ্রামীণ রমনী, একমনে ঘাস খেয়ে চলে আগামীকালের জন্য বরাদ্দ কসাইয়ের ছাগল, আর চক্কোরবরতি হাঁটে। কোথাও একমুখ দাড়ি নিয়ে নিজের আনন্দেই গান গেয়ে ওঠে আখড়া ছেড়ে বেরিয়ে আসা বাউল, “মনের যে জন্ম নেই, মরণও নেই, তবু মন মরিস কেন বারেবার …”! চোখ বেয়ে আপনি জলের ফোঁটা বেরিয়ে লাল ধূলোর মাটিতে প্রথম ভাদ্রের টিপির টিপিরে মিশে যায়।

“মন তুই এমন জড়াস, তবুও তোকে চিনলাম না…”

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২৪ টি মন্তব্য (লেখকের ১২টি) | ১১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৮-২০১৮ | ১২:৫৬ |

    “মন তুই এমন জড়াস, তবুও তোকে চিনলাম না…” ___ বাউলের কথায় আত্মিক মিশ্রণ। ঈদ মোবারক প্রিয় কবি সৌমিত্র। ভালো থাকা চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. কাজী রাশেদ : ২২-০৮-২০১৮ | ২২:৪৪ |

    খুব অনবদ্য এক সৃষ্টি। ভালো লাগায় মন ভরেছে।

     

    GD Star Rating
    loading...
  3. ছন্দ হিন্দোল : ২৭-০৭-২০১৯ | ৮:৪৩ |

    Shuvo sokal Sowmittrada ,pore valo laglo, Nijeke jana sobar dorkar, Samaj songshar jodi apnar moto vabe prithbita shorgo hoe jabe,.

    ..shuvo kamona ononto…..

    GD Star Rating
    loading...
  4. রুকশানা হক : ২৭-০৭-২০১৯ | ১৩:২৭ |

    "জীবন রে! নিজের ঢাকের কাঠি নিজে বাজাতে নেই। তাল কাটলে তেতালায় জীবন ভেংচি কেটে বগল বাজিয়ে নাচ জুড়বে ধিনকা ধিনা ফিনিক তিনা…!"

    আমরা ক'জন বুঝি?  নিজের ঢাক পেটাতে মরিয়া হয়ে উঠেছি যেনো। সুন্দর নিজকিয়া সৌমিত্র দা'।  

    GD Star Rating
    loading...
  5. সুমন আহমেদ : ২৭-০৭-২০১৯ | ২২:৪০ |

    অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  6. সাজিয়া আফরিন : ২৭-০৭-২০১৯ | ২২:৪৪ |

    ভালো লাগলো নিজকিয়া কবি সৌমিত্র দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  7. আবু সাঈদ আহমেদ : ২৭-০৭-২০১৯ | ২৩:৫৪ |

    জীবনের জয় হোক সৌমিত্র ভাই।

    GD Star Rating
    loading...
  8. শাকিলা তুবা : ২৭-০৭-২০১৯ | ২৩:৫৬ |

    শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।

    GD Star Rating
    loading...
  9. শাহাদাত হোসাইন : ২৮-০৭-২০১৯ | ১:০৩ |

    সুন্দর ভাব প্রকাশ,আবেগের পরিমান কম হলেও ভালোই লেগেছে। আরেকটু আবেগ ঢালাও করুন না মশাই।

    GD Star Rating
    loading...
  10. মাহমুদুর রহমান : ২৮-০৭-২০১৯ | ১৬:১৬ |

    মন দেখা যায় না ছোঁয়া যায় না তবে উপলব্ধি করা যায়।

     

    GD Star Rating
    loading...
  11. মাহমুদুর রহমান : ২৮-০৭-২০১৯ | ১৬:১৭ |

    মন দেখা যায় না ছোঁয়া যায় না; তবে উপলব্ধি করা যায়।

     

    GD Star Rating
    loading...
  12. শান্ত চৌধুরী : ২৯-০৭-২০১৯ | ০:৪২ |

    কবিতার ভালোবাসা নিরন্তর    

    GD Star Rating
    loading...