জানলার বাইরে গরাদের আশেপাশে
রাত্রি বসে থাবা চাটে অতন্দ্রিতা,
কোনো কোনো রাত মোহ র চাদর জড়ায়
কিন্তু শতকরার আঁকিবুকিতে
গ্রাফের এক্কেবারে সিঁথিতে সেঁধুনো রাতের হরেক স্তরের কালো
শুঁড় কেবলই দাঁত নখ বার করে
থাবার মিলিমিটার খাঁজের
অন্ধ কোণ থেকে অবিরাম,
গরাদের ফাঁক গলে ধারওলা
নখের চিত্রবিচিত্র সূচালো
ডগা কেবলই চিরে দেয়
নগ্ন ফুসফুস অলিন্দ নিলয়,
মস্তিষ্কের ঘন ফেনায়িত ঘিলু নিয়ে
খেলায় মাতে, সব আর্তনাদ অগ্রাহ্য করে।
বিশ্বাস শব্দটা শব্দহীন হয়ে ঝুরঝুর
ঝরে যায় দুহাতের অঞ্জলিবদ্ধ আঙুলের
অপাপবিদ্ধ ফাঁক গলে…
ঝুরঝুর ঝুরঝুর …
রাত্রি তখন হাসে পিশাচী খলখল
রাত্রি তখন কনসেনট্রেশন ক্যাম্পে
যুদ্ধফেরত অবদমিত কাম,
বেয়নেট দিয়ে ছিঁড়ে নেয়
উচ্ছৃত পুরুষাঙ্গ নির্মম আবেগহীন।
জানলার কপাট আছড়ে পড়ে ঝড়শূন্য
নিবাত নিকম্পমান,
শুধু আরো একরাশ ক্ষত
নিমেষেই এদিকে ওদিকে থানা গাড়ে।
ঘুমশিশু আতঙ্কে মিলায়,
আরো একবার মহাব্রহ্মান্ড সবটুকু
কালো নিয়ে হাজিরাখাতায় সই করে,
সঙ্গী কালান্তক সিগারেট।
মৃত্যুর দিকে দ্রুত এগোয় শুঁড়ওলা থাবা।
loading...
loading...
এভাবেই আমাদের এই সব দিন রাত্রি। ভালো থেকো প্রিয় কবি সৌমিত্র।
loading...
বিনীত হলাম প্রিয় ভাই।
loading...
শক্তিশালী লেখা, মুগ্ধ হতে হয়
loading...
ধন্যবাদ কবি কাজী রাশেদ।
loading...
ঘুমশিশু আতঙ্কে মিলায়,
আরো একবার মহাব্রহ্মান্ড সবটুকু
কালো নিয়ে হাজিরাখাতায় সই করে,
সঙ্গী কালান্তক সিগারেট।
loading...
কৃতজ্ঞতা ভাই ইলহাম।
loading...
জানলার কপাট আছড়ে পড়ে ঝড়শূন্য
নিবাত নিকম্পমান,
শুধু আরো একরাশ ক্ষত
নিমেষেই এদিকে ওদিকে থানা গাড়ে।
* বরাবরের মত মুগ্ধতা রেখে গেলাম…
loading...
রিপিটিশনের আন্তরিকতা কবি ভাই।
loading...
সুন্দর কবিতা।
loading...
ধন্যবাদ রীতা রায় মিঠু।
loading...