মৃত্যু রাত্রি কাব্য কথা

জানলার বাইরে গরাদের আশেপাশে
রাত্রি বসে থাবা চাটে অতন্দ্রিতা,
কোনো কোনো রাত মোহ র চাদর জড়ায়
কিন্তু শতকরার আঁকিবুকিতে
গ্রাফের এক্কেবারে সিঁথিতে সেঁধুনো রাতের হরেক স্তরের কালো
শুঁড় কেবলই দাঁত নখ বার করে
থাবার মিলিমিটার খাঁজের
অন্ধ কোণ থেকে অবিরাম,
গরাদের ফাঁক গলে ধারওলা
নখের চিত্রবিচিত্র সূচালো
ডগা কেবলই চিরে দেয়
নগ্ন ফুসফুস অলিন্দ নিলয়,
মস্তিষ্কের ঘন ফেনায়িত ঘিলু নিয়ে
খেলায় মাতে, সব আর্তনাদ অগ্রাহ্য করে।

বিশ্বাস শব্দটা শব্দহীন হয়ে ঝুরঝুর
ঝরে যায় দুহাতের অঞ্জলিবদ্ধ আঙুলের
অপাপবিদ্ধ ফাঁক গলে…
ঝুরঝুর ঝুরঝুর …
রাত্রি তখন হাসে পিশাচী খলখল
রাত্রি তখন কনসেনট্রেশন ক্যাম্পে
যুদ্ধফেরত অবদমিত কাম,
বেয়নেট দিয়ে ছিঁড়ে নেয়
উচ্ছৃত পুরুষাঙ্গ নির্মম আবেগহীন।

জানলার কপাট আছড়ে পড়ে ঝড়শূন্য
নিবাত নিকম্পমান,
শুধু আরো একরাশ ক্ষত
নিমেষেই এদিকে ওদিকে থানা গাড়ে।
ঘুমশিশু আতঙ্কে মিলায়,
আরো একবার মহাব্রহ্মান্ড সবটুকু
কালো নিয়ে হাজিরাখাতায় সই করে,
সঙ্গী কালান্তক সিগারেট।
মৃত্যুর দিকে দ্রুত এগোয় শুঁড়ওলা থাবা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১১-০৮-২০১৮ | ১১:৪৭ |

    এভাবেই আমাদের এই সব দিন রাত্রি। ভালো থেকো প্রিয় কবি সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. কাজী রাশেদ : ১১-০৮-২০১৮ | ১২:২৭ |

    শক্তিশালী লেখা, মুগ্ধ হতে হয়

     

    GD Star Rating
    loading...
  3. ইলহাম : ১১-০৮-২০১৮ | ১২:৫৯ |

    ঘুমশিশু আতঙ্কে মিলায়,
    আরো একবার মহাব্রহ্মান্ড সবটুকু
    কালো নিয়ে হাজিরাখাতায় সই করে,
    সঙ্গী কালান্তক সিগারেট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১১-০৮-২০১৮ | ১৬:৫৬ |

    জানলার কপাট আছড়ে পড়ে ঝড়শূন্য
    নিবাত নিকম্পমান,
    শুধু আরো একরাশ ক্ষত
    নিমেষেই এদিকে ওদিকে থানা গাড়ে।

     

    * বরাবরের মত মুগ্ধতা রেখে গেলাম… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  5. রীতা রায় মিঠু : ১১-০৮-২০১৮ | ২১:৫৭ |

    সুন্দর কবিতা।

    GD Star Rating
    loading...