সমাজমনস্ক সুকুমার রায় – বহুমুখী প্রতিভার সমন্বয় - ২

সমাজমনস্ক সুকুমার রায় – বহুমুখী প্রতিভার সমন্বয় ২

শিবনাথ শাস্ত্রী প্রতিষ্ঠিত মুকুল পত্রিকায় প্রকাশিত দুটি বাল্যরচনা ছাড়া সুকুমারের ছাত্রাবস্থায় সাহিত্য রচনার কোনো নজীর পাওয়া যায় না। মূলতঃ তাঁর রচনাগুলি উপেন্দ্রকিশোর প্রতিষ্ঠিত সন্দেশ পত্রিকার পাতায় পাতায় ছড়ানো আছে। লন্ডনে থাকাকালীন রবীন্দ্রনাথের লন্ডন যাত্রা উপলক্ষে কোয়েস্ট সোস্যাইটির একটি অধিবেশনে “দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ” নামে স্বরচিত প্রবন্ধ পাঠ করেন। বিদেশে যাওয়ার আগে ১৯০৬ সালে প্রতিষ্ঠা করেন ‘ননসেন্স ক্লাব’ এর এবং ক্লাব পত্রিকা ‘সাড়ে বত্রিশ ভাজা’র তাঁর কৌতুক প্রবণতা যে কত প্রবল ছিল তা এ দুটি নামকরণেই বোঝা যায়। এই পত্রিকার পাতাতেই প্রথম আত্মপ্রকাশ করেন নাট্যকার সুকুমার, “ঝালাপালা” এবং “লক্ষ্মণের শক্তিশেল” নাটক দুটির মাধ্যমে।

যদিও নাটিকা দুটি তাঁর সাহিত্য জীবনের প্রথমাবস্থার সাহিত্য সুকৃতি তবুও ওগুলির মধ্যে তাঁর হাস্যরস সৃষ্টির মৌলিক অভিব্যক্তি জ্বলজ্বল করে। ঝালাপালা নাটকে ছাত্র কেষ্টা তার শিক্ষক পন্ডিতকে জিজ্ঞেস করছে-
“কেষ্টা – ‘আই গো আপ, ইউ গো ডাউন’ মানে কি?”
“পন্ডিত – ‘আই, আই কিনা চক্ষুঃ, ‘গো’ – গ য়ে ওকার গো – গৌ – গাবৌ – গাবঃ, ইত্যমরঃ আপ্ কিনা আপঃ সলিলং বারি অর্থাৎ জল – গরুর চক্ষে জল – অর্থাৎ কিনা গরু কাঁদিতেছে – কেন কাঁদিতেছে – না ‘উই গো ডাউন’, উই অর্থাৎ উইপোকা – ‘গো ডাউন’, অর্থাৎ কিনা গুদোম, কিনা – গুদোমঘরে উই ধরে আর কিছু রাখলে না – তাই না দেখে ‘আই গো আপ’ – গরু কেবলই কান্দিতেছে”।

প্রকৃত শিক্ষার অভাব এখানে প্রকট। আজও আমাদের দেশে ইংরেজী শিক্ষার অবস্থা এরকমই। অল্প বিদ্যার পান্ডিত্য এখনো বর্ণচ্ছ্বটা বিকিরণ করে এভাবেই যা সুকুমার তাঁর স্বভাবসিদ্ধ ব্যঙ্গের ছুরিতে ময়নাতদন্ত করেছেন।

এই হলেন সমাজমনস্ক সুকুমার। তাঁর প্রতিটি রচনার অন্তরালে লুকিয়ে আছে তৎকালীন সমাজের অবক্ষয়ী অংশ। রচনাগুলি পাঠ করার পরে যা মানুষকে চাবুক মেরে সচেতন করে। এই নাটকেই একটি গান আছে যার শেষ অঙ্কটি হচ্ছে – “সবাই জাগো জাগো উঠে পড়ে লাগো দেশোদ্ধারে ব্রতী হও হে…”। সে যুগে এ ধরনের গান নাটকে সংযোজনের অর্থ রাজরোষে পতিত হওয়া। সুকুমার নির্ভীকভাবে সেই সম্ভাবনা উপেক্ষা করে সেই সমস্ত সাধারণ মানুষকে উজ্জীবিত করতে চেয়েছিলেন যারা হাসি ও রাজনীতিকে দুই মেরুর বিষয় বলে মনে করেন।

(চলবে)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০৭-২০১৮ | ২৩:১২ |

    এমন ধারাবাহিক শব্দনীড় আর্কাইভকে সমৃদ্ধ করবে নিশ্চিত। সমাজমনস্ক সুকুমার এর জীবন দর্শন সত্যিকারার্থেই আকর্ষণীয় একটি দিক। শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র।

    GD Star Rating
    loading...
  2. ইলহাম : ১৪-০৭-২০১৮ | ২৩:২০ |

    কবি সুকুমার রায়ের বহুমুখী প্রতিভার দ্বিতীয় পর্ব পড়লাম।

    খুব ভালো লাগলো। সবগুলো পড়তে আগ্রহী হয়ে পড়লাম।

    চলুক……অনেক শুভকামনা কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১৫-০৭-২০১৮ | ০:৩০ |

    * মুগ্ধ পাঠকের মত পড়ে নিলুম…

    শুভেচ্ছা জানবেন দাদা।

    GD Star Rating
    loading...