পরব পর্বের মাহেন্দ্রক্ষণে

পরব পর্বের মাহেন্দ্রক্ষণে

তেওহারের দিনটা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে –

তিন ছেলে তিন মেয়ের ছন্নছাড়া আধাবসতে
শামীমার মুখের কোঁচকানো দাগগুলো
গাঢ় হতে হতে লুপ্ত আটলান্টিসের তলায়,
ছ টা নতুন জামা, সিমুই, দরিদ্রদান …!

মাথার অন্তরমহলে কালো মেঘ ঘনায়
চোখের সামনে কালো মেঘ ঘনায়।

প্রায় আটদিন ভাতের সফেদ চেহারা
অদেখা ছেঁড়াফাটা কুঁড়ের সাত বাসিন্দার,
সারারাত ভাঙা দরজায় ঠেস দিয়ে
বাইরের খুটখাট কিলবিল আওয়াজ
রোখার প্রাণপণ চেষ্টায় হাড় কখানা
চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চায়,
কন্ঠায় গড়ে উঠেছে প্রাকৃত শিলায়
নতুন হিমালয়ের অনাবিষ্কৃত শৃঙ্গ,
একদিন শামীমাও সুন্দরী ছিলো।

নাগরিক তালিকা, গরীব গম, একশো দিনের কাজ
সবই অধরা এই খর প্রাত্যহিকতায়,
অঙ্গজাত ভার সারাক্ষণ স্টেশনের আশেপাশে
জুতো পালিশের সরঞ্জামও ধারে অমিল, অতএব …

তেওহারের দিন রাত তাকে তাড়া করে ফেরে –
চারপাশের সুঘ্রাণ তাকে তাড়া করে ফেরে –

অজু করে শামীমা,

নমাজের সময় হলো …
ইফতারের সময় হলো,

পুকুরপাড়ের বিনেপয়সার
কলমিসেদ্ধ ফুটছে হাঁড়িতে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. নিতাই বাবু : ০৮-০৮-২০১৮ | ১৮:২২ |

    দারুণ লিখেছেন সৌমিত্র দাদা। ধন্যবাদের সাথে শুভকামনাও রইল।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৮-০৮-২০১৮ | ২১:৫৮ |

    বেশ ভালো লিখেছো প্রিয় কবি প্রিয় সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. শাকিলা তুবা : ০৯-০৮-২০১৮ | ০:৩৪ |

    খুব সুন্দর।

    GD Star Rating
    loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৯-০৮-২০১৮ | ০:৫০ |

    তেওহারের দিন রাত তাকে তাড়া করে ফেরে –
    চারপাশের সুঘ্রাণ তাকে তাড়া করে ফেরে –

     

    * বিমুগ্ধ…

    GD Star Rating
    loading...
  5. আলমগীর সরকার লিটন : ০৯-০৮-২০১৮ | ৯:২৯ |

    চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চায়,
    কন্ঠায় গড়ে উঠেছে প্রাকৃত শিলায়———অনবদ্য ভাবনার প্রকাশ কবি দা

    GD Star Rating
    loading...
  6. মিড ডে ডেজারট : ০৯-০৮-২০১৮ | ১০:১৬ |

    মুগ্ধ হয়ে পড়লাম।

    দারুণ চিত্রকল্প; মন ছুঁয়ে গেলো।

    GD Star Rating
    loading...