কবিতা এলেই
সারাটা সকাল রিমঝিম
ঝিমঝিম ঝুপ্পুস জলগান
শেষ হলেই ইন্টারভ্যালে
লাজুক রোদ্দুর শেষ বিকেলে।
এখন কবিতার সঙ্গে ভারী
সখ্য আমার উথাল পাতাল,
ফিসফিস ডাকলেই কবিতা
আসে তরিবতে সালোয়ার
কুর্তা রঙবেরঙে উপচে,
কবিতাকে ডাকলেই চুপচুপ
দরজার চিলতে ফাঁক গলে
ভেন্টিলেটরের জাফরির
নক্সার উতরোল লুকোচুরিতে
আসে, লুটোপুটি খেয়ে
একমুখ হাসে বৌদ্ধিক
শান্ত স্বভাবসুলভ অথচ
ঋদ্ধিমান গম্ভীরা উষ্ণতায়।
কবিতা এলেই ইচ্ছেঘুড়ি
কেমন করে যেন ভোকাট্টা
ক্বচিৎ অন্যমনস্কতায়,
ঘরের আলুথালু কোণে
ফ্রেঞ্চ সুগন্ধ তক্ষুনি থইথই,
কবিতা এলেই ভরা সন্ধ্যে
তাথৈ কিশোরী হয়ে জড়ায়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতায় অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল।
loading...
খুব ভালো লাগলো প্রিয় কবি মি. সৌমিত্র চক্রবর্তী
loading...
কবিতা এলেই কবির মনে এক অনাবিল সুখ – আনন্দ – প্রশান্তির আনন্দঘন মুহুর্ত কবিকে ঘিরে রাখে। কবিতার প্রতি আপনার দূর্নিবার আকর্ষণ ফুটিয়ে তুলেছেন আপনার কবিতায়। খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
loading...