সন্ধেবেলায়
আজকেও মাথা যন্ত্রণা হচ্ছে
আজও সারিডন বন্ধু আমার,
সন্ধেগুলো রঙ হারিয়ে ঘুরেফিরে আসে
জল থইথই ভ্যাপসা গরমে।
আধো আলোআঁধারির ছায়া আবছায়ায়
গলির বাড়িগুলো পরস্পরের
মুখ দেখে বিবর্ণ বিষাদে,
পাশের পুরনো বাতিঘর একমনে
রবিঠাকুর গেয়ে চলে
‘খেলাঘর বাঁধতে লেগেছি …’
দাদুরী উন্মত্ততায় সন্ধেরা দূরে সরে যায়।
এখন পুরনো সিলিং হাতছানি দেয়
জীবনের ওপারে নাকি সূর্যের আলো
রংধনু আলপনা এঁকে অপেক্ষায় আছে।
একমুঠো হাসি কোনো হলুদ শুভক্ষণে
টপ্পার টুংটাং রেশ ছড়িয়ে
মূহুর্ত মায়ায় মিলিয়ে আকুল করেছিল,
হয়তো কোনোদিন চাঁদ চুমু খেয়েছিল
কপালে ভুরুতে নরম আবেশে,
আজ এই যন্ত্রণার নিদাঘ বসতিতে
সেইসব ছোট ছোট ঝিলিক অনুভব
মনে হয় জন্মান্তরের কড়িকাহিনি।
আলো আর অন্ধকার মিলেমিশে
গাঢ়রক্তরঙ ঢালে হৃদয়তন্তুতে
শাঁখের আওয়াজ ঢোকেনা এ বদ্ধ গলিতে,
পাশাপাশি হাত ধরে বসে আছি
মৃত্যু আমি আর সারিডন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যে কোন লিখায় প্রচ্ছদের ব্যবহার থাকলে লিখাটি বেশী উপজীব্য মনে হয়। অতএব আজ তোমাকে স্পেশাল থ্যাণ্কস। লিখা বরাবরের মতো সুন্দর। অভিনন্দন প্রিয় সৌমিত্র।
loading...
দারুণ লেখনী। অনেক শুভকামনা রইলো।
loading...
মূহুর্ত মায়ায় মিলিয়ে আকুল করেছিল,
হয়তো কোনোদিন চাঁদ চুমু খেয়েছিল
কপালে ভুরুতে নরম আবেশে,
দারুণ আয়েশী মন্ত্রকাব্য কবি বন্ধু মি. সৌমিত্র চক্রবর্তী
loading...