বসন্তবৌড়ির ডাক

বসন্তবৌড়ির ডাক

অনেকদিন পরে পাপড়ি খুলে গেল,
কেমন আছিস বসন্তবৌড়ি?

এখন বিকেল দেখিনা রঙীন
বিকেলগুলোয় ধার নেই আর
এখন সোজা কথা বলতেও
ভুলভাবে নেশাগ্রস্ত হই,
থাক যত বাজে কথা –
কেমন কাটালি ঐ বিহীনসময়?

শেষবার ঝগড়ায় ভুলেই ছিলাম
তোর অনাথ বাড়ির চলতি গল্পকথা
তোর অনর্থক বন্ধুত্বের অপছন্দ কাহিনীমালা।
থাক তেঁতো স্বাদ, আয় উমা কিম্বা
লেটেস্ট ফ্যাশন নিয়েই কথা শুরু হোক
কিম্বা তোর অহঙ্কারী বাবা বিষন্ন মা,
সেই হারানো বিকেলের মতোই।

আয় আবার শেষ পীত আলোর কণা
গায়ে মেখে ফুচকার জলের বিন্দু
চেটে নিই তোর আঙুলের গোলাপী আভায়।
এখনো মনখারাপী শুষ্ক আবহাওয়া ঘিরে
শ্বাসকষ্ট তোর কল্পবিলাসে!

এ নিস্পৃহ সময় কাটিয়েছি দুস্থ রামের গ্লাসে,
এই কবছর বসন্তবরণ ভিআরএসে ছিল
সারাটা সময় জুড়ে শুধু শীত শুধুই বরফপাত।

শুধুই বলার থাকে সারা দিনমান?
শুধুই কি কাজের কথায়
প্রত্যাশায়
নষ্ট করি এ প্রান্তসময়?
আজকাল সব কিছু থেকে যায়
অনুভবে
বুকের অদৃশ্য তানপুরায় কবে
যেন বেজেছিল সূক্ষ টোড়ির তান
জানিস না তুই!

আর আজ ফিরেই যদি এলি …

সত্যিই কি এসেছিস বসন্তবৌড়ি
যা চলে গেছে, ফেরে না কেন কিছুতেই…!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০৬-২০১৮ | ১৪:২৭ |

    যথেষ্ঠ সুন্দর লিখেছো কবিতাটি প্রিয় সৌমিত্র। ওপার বাংলার সামাজিক চিত্রায়ণ তোমার লিখায় পাওয়া যায়। নিয়মিত তোমার লিখা পড়ছি। পারলে সময় করে পাঠকদের মন্তব্যের উত্তর কোরো। তাতে সময় গেলেও তোমার পাঠক খুৃশি হবে। শুভ দিন। Smile

    GD Star Rating
    loading...
  2. খেয়ালী মন : ০৯-০৭-২০১৮ | ১৫:৪৪ |

    ভালোলাগা রেখে গেলাম।

    GD Star Rating
    loading...
  3. ইলহাম : ০৯-০৭-২০১৮ | ১৭:৫১ |

    "যা চলে গেছে, ফেরে না কেন কিছুতেই…!"  অসাধারণ!!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    উইলিয়াম সেক্সপিয়ারের কথা মনে পড়ে গেলো।

    “What’s done cannot be undone”—Lady MacBeth

    GD Star Rating
    loading...
  4. সাইদুর রহমান১ : ১৪-০৭-২০১৮ | ৯:৩৪ |

    এ নিস্পৃহ সময় কাটিয়েছি দুস্থ রামের গ্লাসে,
    এই কবছর বসন্তবরণ ভিআরএসে ছিল
    সারাটা সময় জুড়ে শুধু শীত শুধুই বরফপাত।

    দারু লাগলো প্রিয়।

    GD Star Rating
    loading...