রংধনু মুক্তোর ঝিলিক
_____________
মুঠোভরা মুক্তোর বিন্দুগুলো
এস্রাজের তারের ওপর ছড় টেনে
এধার থেকে ওধার, ওধার থেকে এধার!
কবে থেকে যেন অপেক্ষায় ছিলাম
আঙুলের ফাঁক গলে জল ছলছল
বয়ে যাবে আদরের এস্রাজে, আনাচে কানাচে,
অপেক্ষায় ছিলাম কতকাল যেন?
অসম্ভব উত্তেজিত হয়ে বসে আছি
সবুজ টগবগে ঝিলিক তোলা বালির কণায়;
মুঠোভাষে মহাকাশ কথা বলে গেল।
ঝিলমিলে রম্বসকোনে ছিটকাল রংধনু রঙ
মহাজাগতিক অদ্ভুত শিরশিরানি ক্রমান্বয়ে
নামে, নামে, নামতে থাকে কশেরুকা বেয়ে
পৌঁছে যায় শেষপ্রান্ত উছলে ওপার সীমান্তে;
কতদিন বোগেনভেলিয়ায় ফোটেনিকো ফুল
কতদিন পরে এলে মেরু আলো
ঝলমলে বাসর সাজিয়ে!
মুক্তোর বিন্দুগুলো কিশোরীকাঙ্খায়
পপ, র্যাপ, ভারতনাট্যম এক মঞ্চে আনে,
মুক্তোর বিন্দুগুলো ছেয়ে ফেলছে সারা আকাশ!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এই লিখাটির সাথে আমার পূর্ব পরিচয় রয়েছে। নিঃসন্দেহে একটি মুগ্ধকাড়া লিখা বটে। শুভেচ্ছা সহ অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। অল দ্য ভেরি বেস্ট। গুড ইভনিং।
loading...
অশেষ ভালোবাসা ও প্রীতি প্রিয় মুরুব্বী। শব্দনীড় আরও এগিয়ে চলুক। এ আমাদের আনন্দ।
loading...
ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।
loading...