বিন্তিরিং দিনক্ষণ

বিন্তিরিং দিনক্ষণ

ইউনিভার্সিটির সেই মাকালগাছটাকে বলেছিলাম –
তুই আমার পাখনা হবি?
– সে উপাচার্য হয়ে গেল।

রামু রোজ সকালে টিন আর ঝাড়ু নিয়ে খাটা পায়খানা
ধোপদুরস্ত করত অবলীলায়,
হঠাৎ একদিন সে মন্ত্রী হয়ে জেলে গেল।

কুম্ভমেলায় হারিয়ে যাওয়া বাচ্চাটা কাঁদছিল পরিত্রাহী
বাবার স্নেহে ওকে কোলে নিতেই
সে ডেকে উঠলো “দাদু! ”

ঘোড়ার ঘেসুড়ে একমনে ঘাস কাটতে কাটতে বলে ফেলেছিল –
“ঘাসই আমার জীবন। ”
লোকেরা ভোট দিয়ে তাকে কবি করে দিল।

বিয়ের দুদিনের মাথায় মর্টিন খেয়েছিল যে মেয়েটা
বেঁচে ফিরে সে গল্প করলো –
“ইস, বিষ কি মিষ্টি! “

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৩-০১-২০১৮ | ২১:৩৫ |

    বেশ ইন্টারেস্টিং কবিতা। যদিও আমাদের দেশে প্রচলিত অনেক ভাষা বা শব্দে এমন অনেক রূপকের প্রয়োগ নেই। তবু পড়তে ভালো লাগলো। অভিনন্দন প্রিয় সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...