সালাম সাহেব
ভক্কিবাজী দিয়ে তুমি এসেছিলে পাটে।
এখন কেমন বাত ধরেছে তোমার গাঁটে গাঁটে।।
আহা ভালো আছ!
মাইরি খাসা আছ।
সবজান্তা কর্তা তুমি জ্ঞানের পাহাড়।
তোমার ল্যাজেই বৈতরনী হল সবাই পার।।
আহা ভালো আছ!
মাইরি খাসা আছ।
মিত্রোঁ বলে আমার পকেট করলে ফাঁকা তুমি।
কত সরালে খুদ্ হি জানেন আর অন্তর্যামী।।
আহা ভালো আছ!
মাইরি খাসা আছ।
বলেছিলে স্বর্গ পাব, পাব সুখের বাসা।
শুকনো মুকুল ঝরেই গেল ফল হলনা ডাঁসা।।
আহা ভালো আছ!
মাইরি খাসা আছ।
চোর বাছতে লোম বাছতে কম্বল উজাড়।
ঝুলি থেকে বেরোয় ডাকাত আর গোপালভাঁড়।।
আহা ভালো আছ!
মাইরি খাসা আছ।
এখনো দেখি গলা ছাড়ায় পাঁচশো ডেসিবেল।
ক বছরে পড়লো শুধু তেলা মাথায় তেল।।
আহা ভালো আছ!
মাইরি খাসা আছ।
পড়াশোনা শিকেয় আমার ফুটো বাড়ীর চাল।
মুখ খুললেই গাল ফুলিয়ে পাড়ছ তুমি গাল।।
আহা ভালো আছ!
মাইরি খাসা আছ।
আচ্ছা তবে এইরকমই চলুক না হয় বেশ।
ইতিহাসে থাক তুমি হিটলারেরই রেশ।।
আহা ভালো আছ!
মাইরি খাসা আছ।
আমার হাতে ডান্ডা তো নেই বন্দুক পিস্তল।
ফান্ডা মেরে ঝুলিয়ে দেব দেখবে খুড়োর কল।।
আহা ভালো আছ!
মাইরি খাসা আছ।
তুম ভি খাও হাম ভি খায়ে মাঝে উলুখাগড়া।
কোতোয়ালি লেলিয়ে দেব কে দিবি রে বাগড়া!
আহা ভালো থাক!
সাহেব খাসা থাক।
loading...
loading...
সালাম সাহেব ভালো থাক। দারুণ লিখা প্রিয় কবি সৌমিত্র।
loading...