কথারা কথা থাকে
—————
(পূর্ণেন্দু পত্রীর প্রতি শ্রদ্ধায়)
————————
কথা ছিলো শেষবার
চিত্রনাট্যে ফিনিশিং টাচ
নকশিকাঁথায় বুনো ফুল,
কথা ছিলো কথোপকথনে
জুড়বে অন্তিম সন্ধ্যারাগ।
তুমি তো বসেছিলে
এতটুকু অস্থির না হয়েই
মহাসমুদ্রের অনন্ত আসনে
সেই টেলিফোনের অপেক্ষায়।
কথা ছিলো ভিজে তুলি
অবিনশ্বর ঘ্রাণে একে একে
জন্ম দেবে রোমাঞ্চকর
অপার্থিব রোমান্স সাদা ক্যানভাসে।
কেন যে অপেক্ষায় অপেক্ষায়
পাথর হয়ে যেতে হয়!
কেন যে চিত্রনাট্য পড়ে থাকে
অসম্পূর্ণ বাজে কাগজ ঝুড়িতে,
সেই টেলিফোন কোনোদিনই
ঝনঝন শব্দে বেজে ওঠেনা,
কথারা কথাই থাকে
মূর্তি গড়ে না।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পূর্ণেন্দু পত্রীর প্রতি শ্রদ্ধায় আমরাও আবেগাপ্লুত। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র।
loading...
দারুণ প্রকাশ, ভালো লাগল
loading...