গণতান্ত্রিক আপদ বিদায়

গণতান্ত্রিক আপদ বিদায়

আজ ভোর চারটে চল্লিশে
সর্বশক্তিমান হাতুড়িতে আওয়াজ তুল্লেন
ঠক্…!
আর আমার ফাঁসি হয়ে গেল নির্জন জেলে।
তিনজন গোবেচারা নিতান্তই পেটের দায়ে
জলজ্যান্ত খুন টা দেখল দাঁড়িয়ে,
জেলের রান্নাঘরে তখন সাপ্তাহিক মাংসের প্রস্তুতি।

আচমকা তুলে এনেছিল বলে
বোতলের যেটুকু শেষ করতে পারিনি
কিম্বা সংহিতার আদরের চরম সময়ে
দরজায় কে যেন ডেকে কাচ ভেঙেছিল,
মন্দারমণির বালি পায়ে মেখে
পাশাপাশি হাঁটার সন্ধে
রবীন্দ্রসদনে সুমন ঝংকার গায়ে জড়িয়ে
শেষ মেট্রোর ফাঁকা কামরায়
আষ্টেপৃষ্ঠে ঠোঁটজোড়ায় জিভের সপাট টান,
সেইসব বিস্মৃতির গল্প
শীতের রোদ্দুরের ওম নিয়ে
চোখের সামনে ভাসতে না ভাসতেই
নেমে এল মাড়ের দুর্গন্ধি কালো মুখোশ।

উলঙ্গবেলা থেকেই জেনে এসেছি
হাজার এক বলিরেখার উল্কি আঁকা
মুখ নিয়ে নিস্পৃহ বাবার কোনো পার্সোনালিটি নেই,
রাতদিন অশ্রাব্য খিস্তি দেওয়া
মায়ের ধার শুরু হতো মাঝবয়সিনী মাসে,
সাত ভাইবোন কোনো উচ্চাশা ছাড়াই
যান্ত্রিক মুখস্থ করতাম
আকবরের জন্মতারিখ
নেহরুর মহানুভবতা
আমেরিকার জলবায়ু।

বহুটাকার বিনিময়ে বিনা টেন্ডারে কেনা
সাদা দড়িতে নাকি অনেক পাকা কলা
মাখানো নিবিড় মনোযোগে!
কয়েকটা কলা আমাদের দিলে
হয়তো বাবাকে ধার করতে হত না
হয়তো সেই সালিশী সভায় থুতু চাটতে হত না
সদ্য যুবতী হওয়া বড় বোনটাকে,
হয়তো রেল লাইনের ধারে পড়ে থাকত না
ওর প্রতিবাদী স্বপ্নশূন্য বিবস্ত্র দেহ,
হয়তো … হয়তো …!

কণ্ঠার হাড় ভেঙে যেতেই একদলা
থুতু বেরিয়ে ছিটকে গেছিল
এক চোখ ওয়ালা মেশিনের রোবটের মুখে,
ঈশ্বরীয় নিদান উচ্চারণ হল
‘ডেড’…
পৃথিবী বাঁচলো আরো একবার –
ভোরের আকাশে, পাবে, ডিস্কোথেকে
তখন আলোর কারিকুরিতে
ওয়ে ওয়ে ইয়ার…
হ্যাপি নিউ ইয়ার –
আজ ভোর চারটে চল্লিশে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০১-২০১৮ | ৯:১৩ |

    গণতান্ত্রিক আপদ বিদায়। নিঃসন্দেহে সুখকর একটি বিষয়। জীবন যুদ্ধে এই বা কম কিসে। জীবনের পরতে পরতে কেবলই যুদ্ধ আর যুদ্ধ; অহিংস পরম ধর্ম কেবলই আজ কথার পিঠে কথা। চলি সবাই এভাবে। ক্ষতি কী !!

    GD Star Rating
    loading...