স্বপ্নহীনের সাপলুডো (একাঙ্ক নাটক)- ৯ম পর্ব

স্বপ্নহীনের সাপলুডো(একাঙ্ক নাটক)- ৯ম পর্ব

জগাই – না দাদা! সেটি হচ্ছে না। যারাই বলে এক্ষুনি ঘুরে আসছি, তারাই আর আসে না। এ আমার দেখে ঠকে অনেক শিক্ষা হয়েছে। দিব্যি ডিম নিল। হাতে নেওয়ার পরে বলে, এই যাহ্‌! জগাই খুচরো আনতে ভুলে গেছি। এখুনি এসে দিয়ে যাচ্ছি। ব্যাস! সেই যে যায় এক্কেবারে পগাড় পার। আর টিকিটি মেলে না।
কনস্টেবল – কেন? আমি আপনার কাছে ডিম নিয়েছি নাকি?
জগাই – না-না, ডিম নেবেন কেন? হে হে…আমি তাই বলেছি কি? অবশ্য ইচ্ছে হলে নিতেও পারেন। পুলিশ তো সাবান টু সেফিটিপিন সবই নেয়। মানে… বলছি… আর… কি… যে… ব্যাপারটা ঠিক হচ্ছে না। হাজার হোক আপনি পাড়ার পুলিশ। বাড়ী বয়ে এসে ডাকলেন। আপনাকে কি খালি হাতে ফিরে যেতে দিতে পারি! আমাদের বংশে অতিথিকে কেউ খালি হাতে ফিরে যেতে দিয়েছে কখনো? না-না, আমাকে নিয়ে যেতেই হবে। এই আমার খাওয়া শেষ। চলুন।
কনস্টেবল – তারমানে! কি করে আপনাকে নিয়ে যাব? নামেই তো মিলছে না!
জগাই – তা হোক। তবুও আমাকে নিয়ে যেতেই হবে। পুলিশ তো হামেশাই একে তাকে তুলে নিয়ে যায়! ওয়ারেন্ট নিয়ে আর কজন কে ধরে? কতবড় সম্মানের ব্যাপার বলুন তো?
কনস্টেবল – হুম, আপনাকে নিয়ে যাই , আর তারপরে রাজ্যের যত দিদি আর দাদারা ঝাঁপিয়ে পড়ুক। ভুল লোককে লক আপে কয়েদ! কাগজের হেডলাইন। মানবাধিকার কমিশন। ওরে বাবা! পেট টা আবার কেমন মোচড় দিচ্ছে!
(জগাই হঠাৎ হাত তুলে নাচতে শুরু করে)
জগাই – ইউরেকা – ইউরেকা! পেয়েছি – পেয়েছি!
কনস্টেবল – এই রে! এই – এই মশাই! কি হলো? আরে হলোটা কি? এখনো তো এক ডান্ডাও দিইনি। এরকম করছেন কেন?
জগাই – শুনুন, অপরাধীদের কি একটাই মাত্র নাম থাকে?
কনস্টেবল – কস্মিনকালেও না।
জগাই – অ্যাই ঠিক বলেছেন। কি রকম নাম হয় ওদের?
কনস্টেবল – ধরুন, কাটা ফটকে ওরফে ফটিক। কানা কেষ্ট ওরফে ফাটা বিষ্টু। গন্নাকাটা শাকিল ওরফে লঙ্কাবাটা ভোকিল।
জগাই – জগাই ওরফে চতুর্থ জগাই।
কনস্টেবল – অ্যাঁ! (উইকেট কিপিং এর ভঙ্গীতে কিছুক্ষণ জগাই এর দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। তারপর আচমকা দৌড়ে গিয়ে জগাইকে জাপটে ধরে চীৎকার করতে থাকে) পেয়েছি! পেয়েছি! আসামী জগাই ওরফে চতুর্থ জগাই প্রেপ্তার! স্যার! স্যার! ওপর থেকে তাকিয়ে দেখুন স্যার ছাব্বিশ বছরের চাকরীতে এই প্রথম একজন সত্যিকারের আসামীকে ধরতে পেরেছি স্যার! নো প্রক্সি। স্যার এবার কিন্তু থানায় ডাক তোলার কাজ আমাকে দিতেই হবে। হুঁউঁউঁউঁউঁউঁ… (বাচ্চাদের বায়নার মত আওয়াজ করে)
জগাই – আরে ছাড়ুন ছাড়ুন মশাই! করছেন কি! কাতুকুতু লাগছে যে! হিহিহি…
কনস্টেবল – না না! ওসবে ভুলছি না। আসামীকে হাতে পেয়ে থুড়ি বগলে পেয়ে ছেড়ে দিই, আর আপনি ফুড়ুৎ! এত বোকা নাকি আমি!
জগাই – আরে! এতজোরে চেপে ধরলে আপনার পেছন লিক করে যেতে পারে। সেটা ভেবেছেন! আপনার পেট টা ঠিক নেই।
কনস্টেবল – ও হ্যাঁ, ঠিক আছে। (ছেড়ে দেয়) কিন্তু পালাবেন না প্লিজ!

(চলবে)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. নীতিশ রায় : ০১-১২-২০১৭ | ১৯:১৮ |

    খুব ভালো লাগলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifৃল

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০১-১২-২০১৭ | ২৩:১২ |

    চোখমুঁদে দর্শক হয়ে আছি প্রিয় কবি সৌমিত্র। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...