বাণভাসি
বাড়ীর পাশে নদী, নদীর পাশে বাড়ী
একতলাতে জল, ঢেউ হয়েছে শাড়ি।
চালের পিঠে ডাল, ডালের পিঠে চাল
আজকে নিরম্বু, স্বপ্ন ছিল কাল।
বাঁধের গায়ে সাপ, সাপের গায়ে বাঁধ
ঘূর্ণিজলে লাশ, উধাও বেবাক কাঁধ।
রাত্রি জড়ায় বৃষ্টি, বৃষ্টি জড়ায় রাত
কাঁটাতারের বর্ডার, হাত জুড়েছে হাত।
দায় এড়ানো রাজা, রাজা এড়ানো দায়
উলুখাগড়ার প্রাণ, ভাঙা কুলোর ছাই।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাণভাসি মানুষের দুর্দশার অভাব নেই।
আমাদের ঐকান্তিক মানবিকতা এদের সবার প্রয়োজন। দূর হোক দূরাশা।
শুভ সকাল প্রিয় কবি সৌমিত্র। পবিত্র ঈদের অগ্রীম শুভেচ্ছা। ভালো থেকো।
loading...