এ ভরা বাদরে
শোঁ শোঁ শব্দের ককটেলে মিশে যাচ্ছে
পতাকা আর হাওয়ার গর্জন,
মৌসুমী হানাদার ঝাঁকে ঝাঁকে ঢুকে আসছে
পেছনেই আসছে জিনস আর টাইট ফ্লানেলে
সাইবেরিয়ান আরিয়ান হাঁসের ঝিমঝিম নেশা;
আগুনটা সবে জ্বলেছে, উৎসব শুরু হল
ড্রাম বাজারে পদাতিক!
আজ থেকেই শাওনের নহবত আলাপে গড়ালো
ম্যারাপ বাঁধাও শেষ, হ্যাপি বার্থডের উইশ পর্ব চলছে,
চোখ কিন্তু আঁতিপাঁতি খুঁজে যায় কোনো বিন্দু
দূর উত্তরে ফুটে উঠছে কি?
মাঝেমাঝে গোলাপী আভায় স্বেদ চমকিয়ে যায়
মাঝেমাঝে আশেপাশের লোকজন ধোঁয়ায় তিরতির
নির্দেশকের কাঠি উঠছে, থামাও গুঞ্জন!
সে যখন আসে সব নির্বাক বিহ্বল
সে যখন রাজকীয় গ্রীবা হেলিয়ে তাকায়,
থেমে যায় ট্রয়ের যুদ্ধ, কুরুক্ষেত্র শত্রুমিত্র ভোলে,
চারিদিকের গড়ে তোলা যত কাদা ছোঁড়াছুঁড়ি
মিথ্যের প্রাসাদে মিথের ঢক্কানিনাদ আর প্রলোভন
মুহূর্তে মোহরং হারিয়ে ডাস্টবিনে;সে এলেই ক্ষমায় আকাশ-
ড্রাম বিউগল নহবত বাজা একসাথে!
loading...
loading...
loading...
“সে যখন আসে সব নির্বাক বিহ্বল
সে যখন রাজকীয় গ্রীবা হেলিয়ে তাকায়,
থেমে যায় ট্রয়ের যুদ্ধ, কুরুক্ষেত্র শত্রুমিত্র ভোলে।”
loading...
মন ভরে গেল। শুভেচ্ছা, কবি!
loading...