কেউই আসেনি তারা

কেউই আসেনি তারা

যাদের আসার কথা ছিল,
কিভাবে সব বিস্মৃতির তলায়
একে একে রেখে দিল
শেষ স্মরণ চিহ্ন সকল।

সমস্ত দরজা খুলে রেখেও
সিদ্ধ ও নিষিদ্ধ ঘণ্টাধ্বনি
একটানা অক্লান্ত বাজিয়েও
কেউই এলোনা আষাঢ় সন্ধ্যায়।

দুহাতের তালুর কেন্দ্রে
দুটুকরো বিষকণা ঝকমক,
পারিজাত আর হেমলক
একই সারিতে জ্বলজ্বল করে।

সিক্ততার সৌন্দর্যের ক্ষণস্থায়ী
ভালোলাগায় চুপটি বাস,
অরন্যকন্দর থরথর কেঁপে
ক্ষিপ্রতায় আসে ভয় ও অবিশ্বাস।

মারা যাওয়ার আগে শেষ
খাবি খায় অনন্ত রোদ্দুর,
বন্ধুর সম্পর্ক গ্রাফে তিলতিল
মৃত্যু পরোয়ানা কালো ছোপ ফেলে।

এরপরেও রাত নামবে গম্ভীরা
গানের সুতীক্ষ্ণ আশ্লেষে,
শুধু ঘর ফাঁকা থেকে যাবে
বাসজন আসবে না কেউই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মোকসেদুল ইসলাম : ০৫-০৭-২০১৭ | ১০:৫০ |

    অপেক্ষার কথামালা ভালো লাগল দাদা

    GD Star Rating
    loading...
  2. আনিসুর রহমান : ০৫-০৭-২০১৭ | ১২:১১ |

    এরপরেও রাত নামবে গম্ভীরা
    গানের সুতীক্ষ্ণ আশ্লেষে,
    শুধু ঘর ফাঁকা থেকে যাবে
    বাসজন আসবে না কেউই।
    *ভীষণ মুগ্ধ হলাম ! শুভকামনা কবি !

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ০৫-০৭-২০১৭ | ১৩:৩৯ |

    কবিতার জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...