বৃষ্টি সবুজ কল্পকথা
কখন সবুজ বৃষ্টি ডাকিস, বৃষ্টি ডাকে সবুজ!
এত শূন্য মাঝখানে রাখলি কেন তোরা?
সেখানে যে সাহারা মরুভূমি।
আশৈশব বৃষ্টি সবুজ মাখামাখির পুরাণ
আশৈশব ক্যানেল পাড়ে হু হু কাঁদে ভাগীরথীর জল
সেখানে নেই ধূসর বিবর্ণতা।
বাসার ভেতর দরিদ্র মন ঘিরছে তোদের যখন তখন
সহানুভূতির শয়তানীতে শীতে জলের বাস্পীভবণ
মাঝে মাঝেই সবুজ হারায় রঙ।
অনেক ভুল সুতোর ফাঁদে জড়িয়ে আছিস মাকড় জালে,
কে বলেছে ভুলের মাশুল বইতে হবে সারাজীবন?
বৃষ্টি সবুজ ঠোঁট কে চুমু খা…
ধান কাটা শেষ, মাঠের ফসল গোলায় মজুত
রঙ হারানো মাঠে আবার সবুজ ফিরে আয়,
বৃষ্টি আসুক অঝোর রিমঝিম।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
রঙ হারানো মাঠে আবার সবুজ ফিরে আয়,
বৃষ্টি আসুক অঝোর রিমঝিম। ___ আসুক বৃষ্টি অঝোর রিমঝিম। শুভেচ্ছা কবি সৌমিত্র।
loading...