ঘুম
ঘুম আসে বিদ্ধ স্বপ্নযাত্রায়, শ্মশান যোগিনী মগডালে অট্টহাসি হেসে, কখন চোখের জলে লুটোপুটি খায়।
ঘুমের মধ্যেই মাঝেমধ্যে ঘুম তাড়া করে, ছেঁড়াফাঁটা অতিথির নেশাক্ত ঝুন্ড থপথপে পায়ে ঘোরে উন্মুক্ত উঠোন।
দুপুর রাত একাকার ঢুকে যায় চক্রব্যুহ ফুটো গলে, শঙ্খিনী পদ্মিনী হাত নির্ভয়ে খুঁজে নেয় জন্মজপযন্ত্র।
হাহাকারে দপদপ জ্বলে যায় অভিমান আর্ত চিৎকার, সুধীজন নির্বাক চিত্ররেখায় নির্মোহ থাকে।
ঘুম আসে, যখনতখন অসম্পৃক্ত দূর মানসিকতায় ; শেষ সিগারেটের বেঁকে যাওয়া ছাই স্বপ্নের মন্ডলে উড়ে এসে চুমু দেয় গালে।
ঘুম আসে অজয়ের রক্ত বালি বিদ্ধ করে ছলাৎ, বিরহিণী কেঁদে চলে, ঘুম ওড়ে ঘুমের ব্রহ্মাণ্ডে। —
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
‘ঘুম আসে অজয়ের রক্ত বালি বিদ্ধ করে ছলাৎ,
বিরহিণী কেঁদে চলে, ঘুম ওড়ে ঘুমের ব্রহ্মাণ্ডে।’
___ ঘুম কালজয়ী। কবিতার অনুভূতিকে সম্মান জানাই প্রিয় কবি সৌমিত্র।
loading...