ঊর্ণি চূর্ণী ৮

ঊর্ণি চূর্ণী ৮

যখন ফোন করেছিলে,
আমার তখন হেলমেট সমাধি
চারপাশে হু হু করে যন্ত্রযান
কানের যন্ত্রণা বাড়িয়ে হাওয়া কেটেছিল,
তুমি ফোন করেছিলে –
সেই রিংটোন হাওয়ার সমুদ্র পেরিয়ে
পৌঁছায় নি আমার ব্রেনসেলে ;
গতকাল থেকে উড়ন্ত বকের ডানায় রোদ্দুর,
তোমার পাতানো স্বজন, ভাঙাচোরা
বন্ধুত্বের গল্প শুনতে শুনতে রাঢ়ের লাল
মাটির রাস্তাও ভিজে গেছিল,
রূপকথার ছবি থেকে বেরিয়ে বিশাল ডানা
দুপাশে ছড়িয়ে চক্কর কাটছিল
গত শতকের বিলুপ্ত শকুন ;
টিভিতে তখন সদ্যগত ইউরো কাপ
দৈনিকের পাতাজোড়া জনৈক ঘুষখোর:
আমি তখন দু হাত দু পা ছড়িয়ে আকাশ ছুঁইয়ে
উড়িয়ে দিচ্ছি আমার মরা মাছের চোখ ;
তোমার রিংটোন হাওয়ায় ভাসমান হয়ে
রোদ্দুরের আল্ট্রাভায়োলেট রশ্মিতে হতমান,
বাইকের শব্দদূষণ, শকুনের উড়াল,
আমার মৃত আত্মার পরিধি পেরিয়ে
আমার কানে তোমার রিংটোন পৌঁছায় নি ঊর্ণি!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-০৬-২০১৭ | ১১:১৬ |

    ঊর্ণি চূর্ণী’র জন্য শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র। ভালো থেকো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  2. মামুনুর রশিদ : ০৭-০৬-২০১৭ | ১৬:৩০ |

    শুভ কামনা কবি দা। কবিতায় ভাল্লাগা…

    GD Star Rating
    loading...