ঊর্ণি চূর্ণী ৬
ইচ্ছে করে ইচ্ছেমত ইচ্ছে নিয়ে খেলি
ইচ্ছে করে যন্ত্রনার এই যন্ত্রজীবন মুছি
ইচ্ছে আমার ঝড়ের আগে থমথমাথম বিষাদ
ইচ্ছে আমার রাঢ়বৃষ্টি শরীর পেতে শোওয়া
ইচ্ছে আদর ছটপটে রোদ একশো তিন জ্বরে
নোনা হাওয়ায় চুল উড়ে যায় ইচ্ছে সী-বিচে
ইচ্ছে আমার মনকেমন বিয়ার ছিপি খোলা
ইচ্ছে তোমার কোলে শুয়ে জংলা ফুল চেনা
ইচ্ছে করে ইচ্ছে করে জড়িয়ে হু হু কাঁদি
ইচ্ছেগুলো একবগ্গা ডুয়ার্স বাইসন
ইচ্ছে আমার মহুলচুমু ঊর্ণি তোমার ঠোঁটে …
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ইচ্ছে গুলো বড্ডো বেপরোয়া। বড় বেশী অদ্ভুত !!
loading...