মে দিবসের পরে

অনেকটা রাস্তা পেরিয়ে আসার পরে নীচের ধোঁয়া ভরা খাদ ভয় দেখায়
রেকলেস যাপনছবিতে ভাঙাচোরা খুঁতগুলো পরে থাকে তোবড়ানো দৈনিক ডাস্টবিনে
রাত্রি ঘন হয়ে এলে একে একে হেডলাইট নিভে আসে চলন্ত যান স্থিত হয়
পাহাড়ী উপত্যকার নিবিড় গ্রামের কুমারী চলচ্ছবি চোখের পাতা বন্ধ করে
লুকানো গুহাচিত্র থেকে জ্যান্ত হয়ে নেমে আসে শিকারি শ্বাপদ ক্ষিপ্রগামী
শেষ লড়াইয়ের ময়দানে যারা হেরে পিছু হঠেছিল কিম্বা রেখে এসেছিল সটান মাথা
আজ তাদের আত্মা হাহুতাশী হয়ে ক্রমাগত বুক চাপড়ায় ইয়েতির বেশে
পাহাড়ের মেঘ ফুঁড়ে উঠে যাওয়া মাথা থেকে মাথায় ধাক্কা খেয়ে ফিরে আসে গুমগুম হুতাশ
আট ঘন্টার রক্তমাখা শার্ট ক্রমশঃ ফ্যাকাশে হয়ে গ্রীন সিগন্যাল দেয় বারো ষোলো আঠারো ঘন্টাকে
শিকাগোতে এখন জমজমাট নরককুণ্ডে আহুতি দেয় গ্লোবালাইজেশনের ভয়ঙ্কর পিশাচ
ইতিহাস পেছনে ফিরতেই ঘোড়ার ক্ষুরের শব্দ বুঝিয়ে দেয় বর্গী এসেছে ফের সোনালি ধানের দেশে

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. আনু আনোয়ার : ৩০-০৪-২০১৭ | ১১:২১ |

    খোকা ঘুমালো পাড়া জুড়ালো – বর্গীদের হাত থেকে রেহাই এত সহজ নয়।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ৩০-০৪-২০১৭ | ১২:৩৬ |

    ইতিহাস পেছনে ফিরতেই ঘোড়ার ক্ষুরের শব্দ বুঝিয়ে দেয়
    বর্গী এসেছে ফের সোনালি ধানের দেশে। ___ শোষণের আদল বদলেছে মাত্র।

    GD Star Rating
    loading...