ভাসা বৃষ্টি ভাসা
শুস্ক জীবন ভাসা,
বড্ড দুখী মানুষগুলো
সম্বল নিরাশা।
ভাসা বৃষ্টি ভাসা
ছোট্ট মন ভাসা,
ওদের উঠান নেই জল জমে না
একটুখানি বাসা।
ভাসা বৃষ্টি ভাসা
বাবুয়ানি ভাসা,
ওদের লালবাড়ী নীল রাস্তা
তবু অভাব বারোমাসা।
ভাসা বৃষ্টি ভাসা
গ্রাম ও শহর ভাসা,
দে ধুয়ে দে ময়লাগুলো
ঝলসে উঠুক আশা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
‘ভাসা বৃষ্টি ভাসা ছোট্ট মন ভাসা,
ওদের উঠান নেই জল জমে না একটুখানি বাসা।’
___ মনে হয় বৃষ্টি জলের শব্দ পাই।
শুভেচ্ছা প্রিয় সৌমিত্র। 
loading...
বৃষ্টি ধারার শুভেচ্ছা জানাই কবি।
loading...
ভাসা বৃষ্টি ভাসা
গ্রাম ও শহর ভাসা,
দে ধুয়ে দে ময়লাগুলো
ঝলসে উঠুক আশা।
loading...