এসেছ! স্থিত হও।
নৃতত্ত্বের রুখাশুখা পুঁথি
মেঘরঙ সাত্বিক শাড়ি
ছুঁড়ে ফেল ঘরের কোণে,
ঘাম মোছ, শ্বাস নাও
আজ সাঁতারের দিন।
বসেছ! স্ফীত হও।
অনুরাগ সিঁদুরের রঙ
মেখে নাও
সফেদ রোদ্দুর গালে,
অন্তরঙ্গ বাসে
থাকা মাওয়ালি বন্ধন
খুলে ফেল, ছুঁড়ে দাও
আবছায়া ঘরের কোণে:
বিভঙ্গে মায়াবী হও
চোখের তারায় এঁকে নাও
নিষাদ মল্লার রাগ;
আজ যে সাঁতার কাটার দিন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
প্রাক কথনে বিশ্রাম নাও অতঃপর শুরু করো। সুন্দর।
loading...
loading...