যতই দিন গড়িয়ে চলেছে, আরও বেশী
মজে যাচ্ছি নদীর গোল্লাছুট গতিময়তায়
নদীও হাঁটে আমিও হাঁটি
হঠাৎ গভীর খাদ হাঁ মুখ মেলে ধরলে
নদীও পড়ে, আমিও পড়ি;
সূর্যকুমারী তোর্সার রিংটিং হাসিতে
সূর্যও কামুক হয়ে ওঠে, বিদীর্ণ পতনে
আমি তখন নির্বিকল্প দর্শক।
গত জন্ম থেকে ভালোবাসা ছুঁয়েছি
চুমু খেয়েছি তোর্সার নম্র গালে
শাখায় প্রশাখায় ঝলকে উঠেছে
প্রিজম্যাটিক রঙের বিচ্ছুরণ:
জন্ম অবধি গোলাপী ঠোঁটে
জমা রেখেছি বুলফাইট উত্তেজনা
হেঁটে গেছি দুই স্তনের ব্রেকিং নিউজে
একটা সময়ে অ্যাড্রিনালিন গ্রন্থি তোর্সা হয়েছে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"শাখায় প্রশাখায় ঝলকে উঠুক … প্রিজম্যাটিক রঙের বিচ্ছুরণ:" __ অসামান্য উপমা।
loading...
প্রীতিজনক প্রকাশ
loading...
চমৎকার কবি দা
loading...
চমত্কার কবির ভাবনা । শুভকামনা রইলো দাদা ।
loading...